শেহবাজ শরীফের দলের নেতার হুঁশিয়ারি

ভারত বাংলাদেশে নজর দিলে পাকিস্তানের মিসাইল প্রস্তুত রয়েছে

২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ PM
কামরান সাঈদ উসমানী

কামরান সাঈদ উসমানী © সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ–এনের এক নেতা ভারতকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভারত যদি বাংলাদেশে কোনো ধরনের আগ্রাসী বা ক্ষতিকর উদ্দেশ্যে নজর দেয়, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র তার জবাব দিতে প্রস্তুত থাকবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম লীগ–এনের নেতা কামরান সাঈদ উসমানী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বানও জানিয়েছেন।

একটি ভিডিও বার্তায় কামরান সাঈদ উসমানী বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে বা খারাপ কোনো উদ্দেশ্যে বাংলাদেশের দিকে তাকানোর সাহস করে, তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী এবং আমাদের মিসাইল কিন্তু দূরে নয়।”

তিনি আরও বলেন, বাংলাদেশে যদি ভারত ‘অখণ্ড ভারত’ ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান তা কখনোই মেনে নেবে না। উসমানীর দাবি, অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং প্রয়োজনে ভবিষ্যতেও তা করতে পিছপা হবে না।

এ সময় তিনি অভিযোগ করেন, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশকে উত্যক্ত করছে এবং বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে।

সামরিক সহযোগিতার প্রস্তাব দিয়ে উসমানী বলেন, “আমাদের প্রস্তাব হলো—বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা। বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপন করা যেতে পারে।”

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যদি এমন কোনো সামরিক জোট গঠিত হয়, তাহলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে

জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো
  • ১৭ জানুয়ারি ২০২৬
মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মায়ের বিরুদ্ধে দাদির মামলা
  • ১৭ জানুয়ারি ২০২৬
মধ্যপ্রাচ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বাস্থ্য কর্মকর্তা ও এনসিপি নেতার পাল্টাপাল্টি ম…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখুন …
  • ১৭ জানুয়ারি ২০২৬
৭ কলেজ সমস্যা সমাধানে আমার প্রস্তাব
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9