ভারতের আচরণ নিয়ে আইসিসিতে অভিযোগের প্রস্তুতি পাকিস্তানের

আইসিসিতে অভিযোগের প্রস্তুতি পাকিস্তানের
আইসিসিতে অভিযোগের প্রস্তুতি পাকিস্তানের  © সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে বড় জয় পেলেও মাঠের উত্তেজনা নিয়ে বিতর্কে জড়িয়েছে পাকিস্তান। ফাইনালে ভারতীয় ক্রিকেটারদের অক্রীড়াসুলভ আচরণের অভিযোগ এনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দীর্ঘ ১৩ বছর পর যুব এশিয়া কাপ জয়ের উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ সিদ্ধান্তের কথা জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। এ সময় নাকভি বলেন, ফাইনাল ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের অহেতুকভাবে উত্তেজিত করার চেষ্টা করেছিল ভারতীয় খেলোয়াড়রা। এ ধরনের ঘটনায় আইসিসিকে অবহিত করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি রাজনীতি ও খেলাধুলাকে আলাদা রাখার আহ্বান জানান পিসিবি চেয়ারম্যান।

দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দুই দলের ক্রিকেটারদের মধ্যে একাধিকবার উত্তপ্ত বাক্যবিনিময় দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আম্পায়ারদেরও হস্তক্ষেপ করতে হয়।

এর আগে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ও সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদও ভারতের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ফাইনালে ভারতের আচরণ ক্রিকেটের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তবে পাকিস্তান দল স্পোর্টসম্যানশিপ বজায় রেখেই শিরোপা উদযাপন করেছে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ফাইনালে পাকিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারতের যুব দল ব্যাটে-বলে পুরোপুরি ব্যর্থ হয় এবং ১৯১ রানের বড় ব্যবধানে ম্যাচ হারায়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!