‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প, আবেদন ফি কত
- টিডিসি ওয়ার্ল্ড
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:১১ AM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ AM
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসে আগ্রহীদের জন্য নতুন ‘ট্রাম্প গোল্ড কার্ড’ বা ‘গোল্ড কার্ড’ ভিসা আনুষ্ঠানিকভাবে চালু করেছে মার্কিন প্রশাসন। বুধবার থেকে এই ভিসার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে।
গত সেপ্টেম্বরেই ভিসা কার্যকরের নির্দেশনায় স্বাক্ষর করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিসা চালুর ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, এটি তাঁর ও যুক্তরাষ্ট্রের জন্য উত্তেজনাকর একটি মুহূর্ত। তাঁর দাবি, গোল্ড কার্ড ভিসা দীর্ঘদিনের গ্রিন কার্ডের মতো হলেও এতে অতিরিক্ত সুবিধা যোগ হয়েছে। তবে এসব সুবিধা পেতে আবেদনকারীদের খরচ করতে হবে ১০ লাখ মার্কিন ডলার।
গোল্ড কার্ড ভিসার আবেদন করতে প্রথমে ১৫ হাজার মার্কিন ডলার ‘প্রসেসিং ফি’ জমা দিতে হবে, যা ফেরতযোগ্য নয়। নথিপত্র যাচাই শেষে আবেদনকারীকে আরও ১০ লাখ ডলার ‘উপহার’ হিসেবে মার্কিন কোষাগারে জমা দিতে হবে, যা আবেদনকারীর যুক্তরাষ্ট্রের জন্য সম্ভাব্য অবদানকে প্রতীকীভাবে তুলে ধরে। ট্রাম্প আরও জানান, প্রয়োজন হলে মার্কিন প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের দ্রুত ভিসা নিশ্চিত করতে ২০ লাখ ডলার পর্যন্ত খরচ করতে পারে। ভিসার ওয়েবসাইটে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে আবেদনকারীদের অতিরিক্ত ফি দিতে হতে পারে, যদিও এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এতদিন যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদি বসবাসের জন্য অ-অভিবাসীরা গ্রিন কার্ডের জন্য আবেদন করতেন। তবে মার্কিন বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, গোল্ড কার্ড ভিসা বিশেষভাবে তৈরি করা হয়েছে বিশ্বের সেরা প্রতিভাবান ও উদ্ভাবনী ব্যক্তিদের জন্য, যারা যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান, ব্যবসা ও উদ্ভাবনের সুযোগ তৈরি করবেন।