চীন থেকে আইফোন তৈরির কার্যক্রম ভারতে সরাচ্ছে অ্যাপল
- ওয়ালিদ হোসেন
- প্রকাশ: ০২ মে ২০২৫, ১০:৩৬ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
চীনের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের অস্বাভাবিক শুল্ক আরোপে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। এ ব্যয় কমাতে ও শুল্ক থেকে বাঁচতে আগামী মাস থেকে চীনে থাকা আইফোন উৎপাদন কার্যক্রম ভারতসহ একাধিক দেশে সরানোর ঘোষণা দিয়েছেন অ্যাপল। বৃহস্পতিবার ( ১ মে ) অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কুক বলেন, অ্যাপল মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যগুলোর উৎপাদন ও সরবরাহের কার্যক্রম চীন থেকে অন্য দেশগুলোতে স্থানান্তরিত করা হবে। ভারত এবং ভিয়েতনাম এ পদক্ষেপের প্রধান সুবিধাভোগী হতে প্রস্তুত। আমরা আশা করি যে, মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশিরভাগ আইফোন এখন থেকে ভারতে উৎপাদিত হবে।
এর আগে অ্যাপলের প্রধান নির্বাহী জানিয়েছেন, ট্রাম্পের বিশ্বব্যাপী বাণিজ্য নীতির ফলে পূর্বের তুলনায় কোম্পানির অতিরিক্ত ৯০০ মিলিয়ন ডলার খরচ বেড়েছে, যা প্রযুক্তি প্রতিষ্ঠানটির পরিচালনার জন্য হুমকিস্বরূপ। এর দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব পড়বে।
সিএনবিসির তথ্যমতে, ওয়াশিংটনের কর্তৃক চীনের ওপর অস্বাভাবিক শুল্ক আরোপের ফলে অ্যাপলের শেয়ার প্রায় ৪ শতাংশ কমেছে। তবে ট্রম্প প্রশাসন বলছে, অ্যাপলের পণ্য যুক্তরাষ্ট্রে উৎপাদন হবে।
আরো পড়ুন: হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টাকে সরালেন ট্রাম্প
‘কোম্পানির আর্থিক কর্মক্ষমতা’ শীর্ষক জরুরি সভায় অ্যাপল জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া প্রায় সব আইপ্যাড, ম্যাক, অ্যাপল ওয়াচ এবং এয়ারপডস পণ্যের জন্য প্রধান উৎপাদন কেন্দ্র ভিয়েতনামে স্থাপন করা হবে। আর ব্যয় কমাতে ভারতে আইফোন উৎপাদন করা হবে।
প্রসঙ্গত, চীন বিশ্বব্যাপী মোট চাহিদার ৭৫ শতাংশ আইফোন উৎপাদন করে। গত এপ্রিল মাসজুড়ে চিনে উৎপাদিত সব পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। ফলে আইফোন উৎপাদন ব্যয় ও বিপনন ব্যয় বৃদ্ধি পেতে থাকে।