সন্তান জন্মদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র

২৬ এপ্রিল ২০২৫, ১২:১৯ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৯ PM
ভিসা

ভিসা © সংগৃহীত

শুধু সন্তানের মার্কিন নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে পর্যটন ভিসা ব্যবহারের প্রবণতা রোধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ জানিয়েছে, এ ধরনের ‘জন্ম পর্যটন’ (Birth Tourism) ভিত্তিক ভিসা আবেদন সরাসরি বাতিল করা হবে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “যেসব ভিসা আবেদনকারী শুধুমাত্র যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে তার নাগরিকত্ব পেতে চান, তাদের আবেদন কনস্যুলার অফিসাররা নামঞ্জুর করবেন। এমন প্রয়াস গ্রহণযোগ্য নয়।”

পোস্টে আরও উল্লেখ করা হয়, “এ ধরনের কার্যক্রমে যুক্তরাষ্ট্রের করদাতাদের টাকায় নবজাতকের চিকিৎসা বা সরকারি সুবিধা প্রদান করার সম্ভাবনা তৈরি হয়, যা অনুচিত।”

মার্কিন অভিবাসন আইনে বলা আছে, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রতিটি শিশু স্বয়ংক্রিয়ভাবে সে দেশের নাগরিকত্ব লাভ করে। এই আইনের ফাঁক গলে অনেক বিদেশি নাগরিক পর্যটক সেজে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে তাদের নাগরিকত্ব নিশ্চিত করেন। এমন ঘটনা বিশেষ করে চীন, রাশিয়া ও নাইজেরিয়ার নাগরিকদের মধ্যে বেশি দেখা যায়।

মার্কিন কর্তৃপক্ষের মতে, জন্ম পর্যটনের উদ্দেশ্যে যারা ভিসা আবেদন করবেন, ভবিষ্যতে তারা মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “আমরা এই সিদ্ধান্তকে মার্কিন নাগরিক ও করদাতাদের সুরক্ষার অংশ হিসেবে দেখছি। অভিবাসন আইনের অপব্যবহার রোধে এটি একটি দৃঢ় পদক্ষেপ।”

তবে যারা বৈধ ভ্রমণ বা চিকিৎসার উদ্দেশ্যে ভিসা চাইবেন, এই নিয়ম তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুধুমাত্র নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্য প্রমাণিত হলেই কড়াকড়ি করা হবে বলে জানানো হয়েছে।

গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬
ভর্তি কার্যক্রম শুরুর তারিখ জানাল রুয়েট
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ‘তারুণ্যের ভাবনায় নির্বাচনী ইশতেহার’ শীর্ষক ডায়ালগ অ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাকা মেডিকেলের ভবন থেকে লাফ দিয়ে তরুণীর ‘আত্মহত্যা’
  • ২৫ জানুয়ারি ২০২৬