২০ কোটি ডলারের মার্কিন রিপার ড্রোন ভূপাতিত করল হুতিরা!
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০১:১৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৫ PM
দেড় মাসেরও কম সময়ে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল ৭টি রিপার ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। সামগ্রিকভাবে এই ড্রোনগুলোর মূল্য ২০ কোটি ডলারের বেশি বলে জানা গেছে।
শুক্রবার (২৫ এপ্রিল) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ সব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত এক সপ্তাহেই তিনটি ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, হুতি বিদ্রোহীদের মনুষ্যবিহীন ড্রোন চিহ্নিত করার সক্ষমতা যে বেড়েছে, এসব ঘটনা তারই ইঙ্গিত।
সামরিক বিষয় নিয়ে আলোচনার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ভূপাতিত হওয়ার আগে ওই ড্রোনগুলো হামলা এবং নজরদারির অভিযানে নিয়োজিত ছিল।
এর আগে, গত সপ্তাহে দুটি মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেন হুতি বিদ্রোহীরা। সেসময় হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সেসময় বলেন, ‘আমরা আশকেলন এবং উম্মে আল-রাশরাশে দুটি লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে সামরিক অভিযান পরিচালনা করেছি। ওই অভিযানে মার্কিন বিমানবাহী রণতরী ট্রুম্যান ও ভিনসন এবং তাদের নৌযানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।