ভারতের বিরুদ্ধে পাল্টা যেসব পদক্ষেপ নিল পাকিস্তান

২৪ এপ্রিল ২০২৫, ০৭:০৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৮ PM
বৈঠকে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ

বৈঠকে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ © টিডিসি ফটো

কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলার জের ধরে গতকাল পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নিয়েছিল ভারত। এ পদক্ষেপের অংশ হিসেবে সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত ক্রসিং বন্ধ এবং পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা সেবা স্থগিতের ঘোষণা দিয়েছে ভারত। এর পরিপ্রেক্ষিতে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে পাল্টা পদক্ষেপ নেওয়া হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে গৃহীত সিদ্ধান্তগুলো জানানো হয়।

বৈঠকে জানানো হয়, পাকিস্তান ও ভারতের মধ্যে ওয়াঘা সীমান্ত ক্রসিং বন্ধ রাখা হবে। এই রুট দিয়ে কোনো ভারতীয় পণ্য পাকিস্তানে প্রবেশ করবে না এবং পাকিস্তান থেকেও কোনো পণ্য ভারতে যাবে না।

পাকিস্তান আরও ঘোষণা করেছে, তারা ভারতের সঙ্গে করা সিমলা চুক্তি বাতিল করছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ভারত এতে সরাসরি জড়িয়ে পড়ে এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই যুদ্ধের পরিণতিতে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এর পরবর্তী বছর, ১৯৭২ সালে, ভারত ও পাকিস্তান সিমলা শান্তি চুক্তিতে সই করে।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান জোরালোভাবে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের মতে, এই চুক্তিটি বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি, যা একতরফাভাবে স্থগিত করার কোনো সুযোগ নেই। পাকিস্তান আরও বলেছে, পানি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় সম্পদ, যা ২৪ কোটি মানুষের জীবনের জন্য অপরিহার্য এবং যেকোনো মূল্যে এর প্রাপ্তি নিশ্চিত করা হবে।

পাকিস্তান ঘোষণা করেছে, ওয়াগা সীমান্ত চৌকি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই পথে ভারত থেকে সকল প্রকার যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। যারা বৈধভাবে এই সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন, তারা এখনই এই পথ ব্যবহার করে ফিরতে পারবেন না। তবে, ৩০ এপ্রিলের পর এ সুযোগ আর প্রদান করা হবে না।

পাকিস্তান সকল ভারতীয় নাগরিকদের প্রদত্ত সার্ক ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই ভিসার আওতায় পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শিখ ধর্মাবলম্বীদের এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে।

পাকিস্তান ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনে নিযুক্ত ভারতের প্রতিরক্ষা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করেছে। তাদের অবিলম্বে পাকিস্তান ত্যাগ করতে বলা হয়েছে। একইসঙ্গে, তাদের সহায়তায় নিযুক্ত কর্মীদেরও দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের মালিকানাধীন কিংবা ভারত থেকে পরিচালিত সব বিমান পরিবহণ সংস্থার জন্য দেশটির আকাশসীমা বন্ধ করে দেওয়া হচ্ছে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সকল প্রকার বাণিজ্য কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়াও ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কর্মকর্তার সংখ্যা ৩০ জনে নামিয়ে আনতে বলে পাকিস্তান। ৩০ এপ্রিলের মধ্যে তা করতে বলা হয়েছে।

 

 

ইরানে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প
  • ১২ জানুয়ারি ২০২৬
২০২৬ সাল ‘যুদ্ধ ও ধ্বংসের’ বছর, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী
  • ১২ জানুয়ারি ২০২৬
আগামী নির্বাচনের ফলাফলে কেন 'প্রভাবক' হয়ে উঠতে পারেন সুইং ভ…
  • ১২ জানুয়ারি ২০২৬
যশোরের বিদেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করেন না যেসব কারণে
  • ১২ জানুয়ারি ২০২৬
৬০০ টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9