ঢাকায় ভূমিকম্প অনুভূত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৭:৩৬ AM , আপডেট: ৩০ মে ২০২৫, ১০:১৪ AM
ভারতের মণিপুর রাজ্যে মঙ্গলবার (২৭ মে) রাত ২টা ২৪ মিনিটে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার কম্পন বাংলাদেশে ঢাকাসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট 'ভলকানো ডিসকভারি' জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ছিল মণিপুরের রাজধানী ইম্ফলের ৩৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র ৪৭ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল অগভীর হওয়ায় কম্পনটি বিস্তৃত অঞ্চলে শক্তিশালীভাবে অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল মণিপুরের মোইরাং শহরের কাছাকাছি, ভৌগোলিক স্থানাঙ্ক অনুযায়ী ২৪.৪৯ অক্ষাংশ এবং ৯৩.৭৮১৬ দ্রাঘিমাংশে। এটি ঢাকা থেকে প্রায় ৩৫৪ কিলোমিটার দূরে অবস্থিত।
ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল, রাজধানী ঢাকা এবং আশেপাশের বেশ কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।