শনিবার সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ৪ জেলায়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ PM
আগামী শনিবার (২৭ ডিসেম্বর) জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের কাজের জন্য টানা প্রায় ৯ ঘণ্টা করে চার জেলায় বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাগুলোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কাজের অগ্রগতি অনুযায়ী স্বাভাবিকের আগেও বিদ্যুৎ সরবরাহ সচল হতে পারে।
উখিয়ায় সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ
উখিয়া উপকেন্দ্র (উখিয়া–১, ২৫ এমভিএ)–এর বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উখিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ থাকবে না।
এ সময়ে রাজাপালং, উপজেলা কমপ্লেক্স, উখিয়া থানা ও স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, ৮ ও ১৪ এপিবিএন এলাকা, উখিয়া বাজার, ফলিয়াপাড়া, মালভিটাপাড়া, হাজিরপাড়া, ছয়তারা, কাশিয়ার বিল, ডেলপাড়া, টাইপালং, আদালতপাড়া, জামতলী, জাদিমোরা, বটতলী, খয়রাতিপাড়া, দরগার বিল, দুসরি, কুতুপালং বাজার, রোহিঙ্গা ক্যাম্প এলাকা।
এছাড়াও উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা, কোটবাজার, মনি মার্কেট, তেলিপাড়া, হরিণমারা, তুতুর বিল, সাদরি কাটা, ঝাউতলা, চৌধুরীপাড়া, হিজলিয়া স্টেশন, ধুরুমখালী, রত্নাপালং, চাকবৈঠা, কামারিয়াবিল, ভালুকিয়া, গয়ালমারা, ক্লাসোপাড়া, মৌলভীপাড়া, কুমির প্রজেক্ট, উত্তর ও দক্ষিণ পুকুরিয়া এবং রুহুল্লাহ ডেবার আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
জয়পুরহাটে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ
জয়পুরহাট বিক্রয় ও বিতরণ বিভাগের (নেসকো) নির্বাহী প্রকৌশলী প্রকৌ. সুমন সূত্রধর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ কেভি লাইনের নিকটবর্তী ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তন কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি আমতলী ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় বাটার মোড় হতে সদর রোডের উত্তর পাশ, আমতলী, সিও কলোনী, হাসপাতাল মোড়, পাটার পাড়া, জব্বার মণ্ডল পাড়া, পশু হাসপাতাল মোড়, সবুজ নগর, পাচুরচক রোড, সগুনা, বাবু পাড়া, হাউজিং কলোনী, বাস টার্মিনাল, মুসলিম নগর, হাড়াইল, ট্রাক টার্মিনালসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। জরুরি রক্ষণাবেক্ষণ কাজে সাময়িক এই বিভ্রাটের জন্য নেসকো দুঃখ প্রকাশ করেছে।
মুন্সিগঞ্জে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ
মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন পঞ্চসার (MU-2) উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের ২৯টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মুন্সিগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎ থাকবে না—পঞ্চসার (আংশিক), মানিকপুর দশতলা (আংশিক), গণকপাড়া, কোর্টগাঁও, সরদারপাড়া, মধ্য কোর্টগাঁও, দেওভোগ, ভিটিশীল মন্দির (আংশিক), টেনিস ক্লাব।
এলজিইডি অফিস, সরকারি মহিলা কলেজ, মুন্সিগঞ্জ বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, মিরেশ্বর (আংশিক), দুর্গাবাড়ি, রামেরগাঁও, জোড়পুকুরপাড়, মুক্তারপুর (আংশিক), আদারিয়াতলা, সরকারপাড়া, দক্ষিণ রামগোপালপুর (বাঁশবাড়ি), দশকানি (আংশিক), মুক্তারপুর চৌধুরীবাড়ি, দয়াল বাজার (আংশিক), বৈখর, চম্পাতলা, রনছ রহিতপুর, রনছ পারুলপাড়া, মুক্তারপুর বিসিক এবং ডিঙ্গাভাঙ্গা (আংশিক) ও সড়ক ভবন এলাকায়। প্রয়োজন হলে সময়সূচি পরিবর্তন হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সিলেটে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ
এছাড়া আগামী শনিবার (২৫ জানুয়ারি) সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় মেইনটেনেন্স কাজের জন্য দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো- যতোপুর, মৌবন আবাসিক এলাকা, ঝেরঝেরিপাড়া, মিরাবাজার, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, এমসি কলেজ এলাকা, মৌচাক, পুষ্পায়ন আবাসিক এলাকা, ভাটাটিকর, সোবহানীঘাট, বিশ্বরোড, চালিবন্দর, কাস্টঘর, বন্দর বাজার, বঙ্গবীর রোড, জেলরোড, আমজাদ আলী রোড, লালদিঘীরপাড়, কালিঘাট, পাইলট স্কুল, মেন্দিবাগ, নোয়াগাঁও, সাদিপুর, বোরহানউদ্দীন রোড, টুলটিকর।
এছাড়াও শাপলাবাগ, কল্যাণপুর, মুক্তিরচক, উপশহর রোড, ওসমানী শিশু পার্ক, ধোপাদিঘীরপাড়, ঘাসিটুলা, জল্লারপাড়, লালাদিঘীরপাড়, কলাপাড়া, কীন ব্রিজ, সার্কিট হাউস, নবাব রোড, পুলিশ লাইনস, মির্জাজাঙ্গাল, দাড়িয়াপাড়া, রামের দিঘীরপাড়, সুরমা মার্কেট, শামিমাবাদ, শেখঘাট, কাজির বাজার, তালতলা, মেডিক্যাল রোড, রিকাবীবাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীরপাড়সহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ থাকবে না।
সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষগুলো গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ জানিয়েছে।