অক্সফোর্ড বর্ষসেরা শব্দে জায়গা পেল ‘রেজ বেইট’, অর্থ কী জানেন?

০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ২০২৫ সালের বর্ষসেরা শব্দ হিসেবে বেছে নিয়েছে ‘রেজ বেইট’। অনলাইনে ইচ্ছে করে ক্ষোভ বা আক্রোশ উসকে দেওয়ার উদ্দেশ্যে তৈরি উসকানিমূলক, প্ররোচনামূলক বা অপমানজনক বিষয়বস্তুকে এই শব্দ দিয়ে বোঝানো হয়।

মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ‘বায়োহ্যাক’ ও ‘অরা ফার্মিং’কে পিছনে ফেলে এবার শীর্ষে উঠেছে ‘রেজ বেইট’। যদিও শব্দটি সম্প্রতি অনলাইনে ব্যাপক প্রচলিত হয়েছে, এর প্রাচীনতম ব্যবহার পাওয়া যায় ২০০২ সালে। তখন ইউজনেটের এক আলোচনায় সড়কে আক্রমণাত্মক আচরণকারী চালকদের প্রসঙ্গ বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়েছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মনোযোগ কাড়ার প্রবণতার সঙ্গে এর আধুনিক অর্থও বিস্তৃত হয়েছে। অক্সফোর্ডের তথ্য বলছে, গত এক বছরে শব্দটির ব্যবহার তিন গুণ বেড়েছে।

অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজেসের প্রেসিডেন্ট ক্যাসপার গ্রাথওহল বলেন, মানুষ শব্দটি আগে না শুনলেও সঙ্গে সঙ্গে এর অর্থ বুঝে ফেলে। আর তারা এ নিয়ে কথা বলতে চায়।

আরও পড়ুন : প্রথম ফিলিস্তিনি সভাপতি বেছে নিলো অক্সফোর্ড ইউনিয়ন

২০০৪ সাল থেকে প্রতিবছর অক্সফোর্ড বর্ষসেরা শব্দ ঘোষণা করা হচ্ছে। বিশ্বজুড়ে ইংরেজি ভাষার ৩০ বিলিয়ন শব্দ বিশ্লেষণ করে এ শব্দ নির্বাচন করা হয়। গ্রাথওহল বলেন, তাদের লক্ষ্য হলো এমন নতুন শব্দ বেছে নেওয়া, যা সমাজ-সংস্কৃতির বাস্তবতাকে প্রতিফলিত করে। এ বছরের নির্বাচনে ৩০ হাজারের বেশি মানুষ জনভোটে অংশ নেন; এরপর অক্সফোর্ডের কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

অতীতে বর্ষসেরা শব্দ হিসেবে বিজয়ীদের মধ্যে ছিল ‘সেলফি’, ‘পোস্ট-ট্রুথ’, ‘টক্সিক’, ‘ভ্যাক্স’, ‘রিজ’ ও ‘ব্রেইন রট’। গ্রাথওহল বলেন, ২০২৫ সালের ফাইনালিস্ট শব্দগুলোও পরিচয় ও ইন্টারনেটের আবেগী শক্তিকে ঘিরে সময়ের বৈশিষ্ট্য তুলে ধরে।

তিনি আরও বলেন, মানুষ এত আবেগ নিয়ে প্রতিক্রিয়া দেখায় যে শব্দপ্রেমী সমাজের একাংশকে রেজ বেইটিং থেকে বাঁচানো সম্ভব নয়। আমরা যা-ই বেছে নিই, অনলাইনে একটা গোষ্ঠী তাতে ক্ষেপে যাবে।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫