ডাকসুর উদ্যোগে ঢাবিতে সিরিজ মেডিকেল ক্যাম্প শুরু কাল

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ PM
ডাকসু

ডাকসু © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে একটি করে সিরিজ মেডিকেল ক্যাম্পের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জগন্নাথ ও শামসুন্নাহার হলে ক্যাম্প আয়োজেনর মধ্য দিয়ে এর সূচনা হবে।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এ তথ্য জানিয়েছেন। মাসে একদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ সিরিজ ক্যাম্প চলবে।

তথ্য অনুযায়ী, ডাকসুর আয়োজনে প্রতি মাসে একটি করে মেডিকেল সিরিজ ক্যাম্প অনুষ্ঠিত হবে। এর প্রথম ক্যাম্পটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ (ডার্মাটোলজি) বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করবেন। এ ছাড়া চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট ডোজের ওষুধ বিনামূল্যে প্রদান করা হবে।

ডাকসু জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী সকল শিক্ষার্থী নির্ধারিত স্থানে এই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এতে সহযোগিতায় রয়েছে ইবনে সিনা ট্রাস্ট।

নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫