মানহানির অভিযোগে থানায় জিডি ডাকসুর ভিপি প্রার্থী শামীমের

ডাকসুর ভিপি প্রার্থী শামীম হোসেন
ডাকসুর ভিপি প্রার্থী শামীম হোসেন  © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি প্রার্থী শামীম হোসেন একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। তার অভিযোগ- সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিম শেয়ার’ করা নিয়ে পোস্ট করার পর ‘মিম’ নামে এক নারীর সঙ্গে তার ছবি যুক্ত করে মানহানি করা হচ্ছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগ থানায় তিনি এ জিডি করেন। ‍জিডি করে এদিনই এর ছবি তুলে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি জানান তিনি।

জিডির ছবি যুক্ত করা ফেসবুক পোস্টের ক্যাপশনে শামীম লেখেন, ‘একটি মিমের আত্মকাহিনী! এতদিন Platonian, Aristotelian রাজনীতি করেছি। অনেকে রাজনীতির মাঠে আমাকে নামানোর চেষ্টা করছেন! ম্যাকিয়াভ্যালি কিংবা কিসিঞ্জারের লাইন ধরলে তখন কিন্তু সামলাতে পারবেন না। আর কত নোংরামি?’

থানায় করা জিডিতে শামীম উল্লেখ করেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ভিপি পদপ্রার্থী ছিলাম। আমি গত ১৯-০৯-২০২৫ ইং তারিখে আমার নিজস্ব ফেইসবুক ওয়ালে একটি পোস্ট করি। পোস্টটি ছিলো জেনজি লিডার হয়ে এখন বুড়োদের মত কাচাপাকা আলাপ দিতে হচ্ছে। মিম শেয়ার করতে পারছি না। জীবন কি আর স্বাভাবিক হবেনা? মজা করলেও পত্রিকা নিউজ করে দিবে। এই পোস্টের পর পোস্টটি জনকণ্ঠ অনলাইন পত্রিকাতেও প্রকাশিত হয়।’

আরও পড়ুন: ছাত্রদলের দাবির মুখে পেছাল রাকসু নির্বাচন?

এতে আরও উল্লেখ করা হয়, ‘এরপর কে বা কাহারা আমার পরিচিত এক মিম আপুকে খুঁজে বের করে তার ছবি বিভিন্ন স্থানে আমার প্রেমিকা হিসেবে কমেন্ট করা শুরু করে এবং বিশ্ববিদ্যালয়ে আমার বিভিন্ন বন্ধুকে নক দিয়ে জানায় যে মিম নামে যে শামিমের একটা প্রেমিকা আছে সেটা কি আপনারা জানেন? পরবর্তীতে কে বা কাহারা Shamim hossen mim নামক একটি ফেইসবুক আইডি খুলে বিভিন্ন নিউজ পোর্টালের নিচে তাহার সাথে আমার আলাদা ছবি ক্লস করে বিভিন্ন স্থানে কমেন্ট করছে। যা উভয়ের জন্য মানহানিকর এবং উক্ত ঘটনাটি আমার নিজের অগোচরে হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করছে।’

গত ১৮ সেপ্টেম্বর শামীম হোসেন ফেসবুকে একটি পোস্ট করেন। যেটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন আপত্তিকর দাবি ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। তার সেই পোস্টে তিনি লেখেন, ‘বয়স ২৩...। সামনে জাতীয় নির্বাচন। বিসিএস পরীক্ষা। বাড়িতে সারাদিন বিয়ের প্রস্তাব আসতেছে! এদিকে জেনজি লিডার হয়ে এখন সারাদিন বুড়োদের মত কাঁচাপাকা আলাপ দিতে হচ্ছে! মিম শেয়ার করতে পারছি না! জীবন কি আর স্বাভাবিক হবে না? মজা করলেও পত্রিকা নিউজ করে দিবে! রাজনৈতিক জীবন ভয়ঙ্কর। ঢেউহীন নিঃশব্দ আততায়ী।’

 

 


সর্বশেষ সংবাদ