ডাকসুর ব্যতিক্রমী উদ্যোগ: বাংলাদেশ-ভারত ম্যাচে থাকবে পুরস্কার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ PM
এশিয়া কাপের আজকের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ কে সবচেয়ে বেশি রান করবে, সে প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তিন জনকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। তবে উত্তরদাতাদের অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দিয়েছে ডাকসু।
এতে বলা হয়, রাত সাড়ে ৮টা পর্যন্ত ডাকসুর অফিশিয়াল ফেসবুক পেজের মন্তব্যের ঘরে এই প্রেডিকশন করা যাবে। তবে কোনো কমেন্ট এডিটেড দেখালে সেটি গ্রহণযোগ্য হবে না। ম্যাচ শেষে সঠিক প্রেডিকশনকারী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে থেকে দ্বৈবচয়নে ৩ জন বিজয়ীকে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রিমিয়াম জার্সি পুরস্কার হিসেবে দেওয়া হবে।