ছাত্রদলের দাবির মুখে পেছাল রাকসু নির্বাচন?

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ PM
ছাত্রদল লোগো ও রাকসু নির্বাচন

ছাত্রদল লোগো ও রাকসু নির্বাচন © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতির প্রেক্ষাপটে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ পিছিয়েছে নির্বাচন কমিশন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৩ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা পিছিয়ে আগামী ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাকসু নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাত পৌনে ৮টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, নির্বাচনের মাত্র তিন দিন আগে পোষ্য কোটাকে ইস্যু করে উদ্ভূত পরিস্থিতি এবং দুর্গাপূজার ছুটিতে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার কারণ উল্লেখ করে রাকসু নির্বাচন পেছানোর দাবি তোলে বাংলাদেশ ছাত্রদল সমর্থিত প্যানেল। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজার সময়ে অনেকে নিজ জেলা বা বাড়িতে অবস্থান করবেন, ফলে সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ বাধাগ্রস্ত হতে পারে। 

ছাত্রদল ছাড়াও আরও অন্তত ৪টি প্যানেল একই দাবিতে নির্বাচন পেছানোর দাবি তোলে। এছাড়া ২০ জন স্বতন্ত্র প্রার্থী এবং হল সংসদের কয়েকজন প্রার্থীও এ দাবি তোলেন। তবে নির্বাচন পেছানো নিয়ে শুরু থেকে ছাত্রদল দাবি জানিয়ে আসছিল। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে প্যানেলগুলোর সম্মিলিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এরপরই রাকসু নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নিল কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর পূর্ণাঙ্গ সভায় আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনপূর্ব উদ্ভূত পরিস্থিতি সার্বিকভাবে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সভা লক্ষ্য করে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনো অবস্থাতেই রাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুকূলে নয়। 

কারণ হিসেবে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচী চলছে। নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি।

আরও বলা হয়েছে, উপর্যুক্ত বিবেচনায় রাকসু নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন আগামী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোম্বর বৃহস্পতিবার রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আ.লীগের আমলে কেড়ে নেওয়া হয় খালেদা জিয়ার বসতবাড়ি, পাঠানো হয় …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজিং ভ্যানে শেষবারের মতো ফিরোজায় যাত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পেছাল দুদিন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
হাসনাত আব্দুল্লাহর মোট সম্পদ ৫০ লাখ, বার্ষিক আয় সাড়ে ১২ লাখ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
সরকারি ছুটিতে আজ বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরী…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপির শোক বইয়ে স্বাক্ষর করলেন জামায়াত নায়েবে আমির
  • ৩১ ডিসেম্বর ২০২৫