নির্বাচন কমিশন ও প্রশাসনের সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে মানতে হবে: রাবি উপাচার্য

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ PM
সালেহ্ হাসান নকীব

সালেহ্ হাসান নকীব © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেছেন, প্রশাসনের সাথে যারা আছে তাদের কাছে আমার সুস্পষ্ট মেসেজ, নির্বাচন কমিশন ও প্রশাসনের তরফ থেকে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এখানে কারো যদি দ্বিমত থাকে আগেই জানাবেন আমরা সেখানে সেইভাবে ব্যবস্থা নেব। 

সোমবার (২২ সেপ্টেম্বর) সিনেট ভবনে রাকসু নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ অফিসারদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, একটা খুব সুন্দর রাকসু করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। ইনশাআল্লাহ এই নির্বাচন হবে। সবার সাহায্য, সহযোগিতা ও আন্তরিকতা নিয়েই নির্বাচন হবে। একটা ভালো নির্বাচনে কতগুলো কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো কীভাবে মিট আপ করবে এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীন। অত্যন্ত ভালো একটা নির্বাচন কমিশন পেয়েছি আমরা।

তিনি আরও বলেন, নির্বাচনের ব্যাপারে আমাদের একটা কমিটমেন্ট আছে এবং সেখান থেকে আমরা এক পা ও পিছাইনি। সেই কন্ডিশনগুলা নিয়ে আমরা কতগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছি। এই চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে উৎরাব এগুলো নিয়ে নির্বাচন কমিশন চিন্তাভাবনা করছে। সব কিছু তারা চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেবে। 

বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এখন কী পরিস্থিতি বিরাজ করছে সেটা আমরা সবাই জানি। এটা যে আদর্শ পরিবেশ সেই কথা বলা যাবে না। বিভিন্ন হঠকারিতা বা যে ঘটনাগুলো ঘটেছে সেটা অবশ্যই পরিবেশের উপর প্রভাব ফেলেছে। তবে প্রশাসনের তরফ থেকে আমরা একটা জায়গায় আছি। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে তার পেছনে প্রশাসনের সমর্থন থাকবে। প্রশাসনের পক্ষ থেকে যে সাপোর্ট দেওয়ার কথা সেই সাপোর্ট আমরা দেবো। 

প্রশাসনে যারা আছেন তাদের উদ্দেশে তিনি বলেন, প্রশাসনের সাথে যারা আছে তাদের কাছে আমার সুস্পষ্ট মেসেজ নির্বাচন কমিশন ও প্রশাসনের তরফ থেকে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এখানে কারো যদি দ্বিমত থাকে আগেই জানাবেন আমরা সেখানে সেই ভাবে ব্যবস্থা নেব। আপনারা যারা যতক্ষণ প্রশাসনে অংশ ততক্ষণ প্রশাসনের সকল কাজে আপনাদের সহযোগিতা করতে হবে। পর্দার আড়ালে অনেক মেকানিজম হচ্ছে সেটার সময়ের ব্যবধানে কী হবে আমরা সবাই বুঝতে পারব। 

একই পরিবারের ৩ জনের মৃত্যু
  • ১৬ জানুয়ারি ২০২৬
জাতীয় বেতন কমিশনের কার্যক্রম নিয়ে জবি শিক্ষক সমিতির উদ্বেগ
  • ১৬ জানুয়ারি ২০২৬
মহিলা জামায়াতের কোরআন তালিমে দেশীয় অস্ত্র নিয়ে যুবদলের হাম…
  • ১৬ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ২
  • ১৬ জানুয়ারি ২০২৬
যেভাবে বেঁচে ফিরলেন ৩ জন
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইসিবি ইসলামিক ব্যাংক নিয়োগ দেবে প্রোকিউরমেন্ট অফিসার, আবেদ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9