‘যারা এমপি-মন্ত্রী হয়ে শপথ নিতে স্যুট-টাই কিনেছেন, ডাকসু তাদের জন্য ওয়েকআপ কল’

১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ AM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ AM
অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান

অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলকে যারা এমপি বা মন্ত্রী হয়ে শপথ নিতে ইতোমধ্যে স্যুট-টাই কিনে রেখেছেন, তাদের জন্য একটি ‘ওয়েকআপ কল’ হিসেবে আখ্যা দিয়েছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন ছিলেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‌‌‌‘যারা যারা এমপি মন্ত্রী নির্বাচিত হওয়ার পর শপথ অনুষ্ঠানে পরিধান করার জন্য ইতোমধ্যে সুট টাই কিনে ফেলেছেন তাদের জন্য ডাকসু নির্বাচনের ফলাফল একটি ওয়েক আপ কল। এখনো সময় আছে, দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন। যদি মনে করেন নির্বাচনে কারচুপি হয়েছে, তাহলে সে কারচুপি তো সংসদ নির্বাচনেও হতে পারে। কোন প্রস্তুতি আছে ঠেকানোর?’

তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আরও লেখেন, ‘নিজেদের মধ্যে মারামারি বাদ দিয়ে সবচেয়ে সৎ যোগ্য এবং জনপ্রিয় ব্যক্তিকে নির্বাচন করার জন্য উৎসাহিত করুন। জনগণের পালস বুঝার চেষ্টা করুন।  পুরনো রাজনৈতিক কৌশলে কাজ হবে না।’

খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে আলোচিত ৩৫ ঘটনা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্রের সংকট উত্তরণে নাগরিক-গণমাধ্যমের আত্মপর্যালোচনা জর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আগামী ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সংসদ ভবন এলাকায় জনতা ও নেতাকর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫