জাবিতে নতুন কমিটি গঠন নিয়ে সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় ছাত্রদল

০২ ডিসেম্বর ২০২৫, ১১:২০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের তত্ত্বাবধায়ক কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, আমরা ইতিমধ্যে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু করেছি। আমরা কাজ করছি, কমিটি গঠন একটি চলমান প্রক্রিয়া। দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে।

এদিকে ছাত্রদলের অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনে পরাজয়ের পর ছাত্রদলকে নতুনভাবে সাজাতে নতুন নেতৃত্ব নিয়ে ভাবছেন কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতারা। তারই ধারাবাহিকতায় জাবিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে তারা।

এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সাথে মুঠোফোনের মাধ্যমে একাধিকবার কল করলেও তারা সাড়া দেননি।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি জাবি ছাত্রদলের ১৭৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছিল। ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ থাকলেও প্রায় আট মাস পর ৮ আগস্ট ৩৭০ সদস্য বিশিষ্ট বর্ধিত কমিটি করা হয়।

থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়া রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়: বেরোবি …
  • ৩১ ডিসেম্বর ২০২৫