খালেদা জিয়া বাংলার মানুষের অশ্রু-ঘাম ও স্বপ্নের প্রতিচ্ছবি: রাবি ছাত্রদল সভাপতি
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:৩৮ AM
ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে 'সংকটাপন্ন' অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত রবিবার থেকে তিনি হাসপাতালেই আছেন। তার সুস্থতা কামনা করে দেশজুড়ে চলছে বিভিন্ন পর্যায়ের মানুষের দোয়ার আয়োজন। এদিকে বেগম জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে ও রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের স্মৃতি নিয়ে কথা বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।
অতীতের রাজপথের স্মৃতি স্মরণ করে তিনি লিখেছেন, মিছিলের শৈশব থেকে আজ পর্যন্ত আমাদের রাজপথের প্রতিটি হাঁটা, প্রতিটি মিছিল, প্রতিটি স্লোগানের কেন্দ্রবিন্দুতে ছিল একটি নাম, আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিশ্ববিদ্যালয় ও কলেজ জীবনে রোদ-বৃষ্টি-ঝড় থেমে গেছে অনেকবার, কিন্তু থেমে যায়নি আমাদের কণ্ঠের উচ্চারণ।
মিছিলের ভিড়ে দিন ও রাত গলা ফাটিয়ে স্লোগান দিতে দিতে, গলার স্বর বসে গেছে, আর সেই বসা গলা ঠিক করতে গরম পানি বা আদা রং চা ছিল আমাদের একমাত্র ওষুধ। যখন রাজপথ উত্তাল হয়েছে, দম নিতে না পেরে ফুসফুস জ্বলেছে, তখনও বুকের ভেতর থেকে উঠে এসেছে সেই একই ডাক: নেত্রী আছে? ১৮ কোটি মানুষের নেত্রী আছে! কোন সেই নেত্রী? প্রত্যুত্তরে: খালেদা জিয়া! নেত্রী মোদের খালেদা, গর্ব মোদের আলাদা!
ছাত্রনেতা রাহী লিখেছেন, বক্তৃতার শুরুতে ও শেষে যতবার শ্রদ্ধার সাথে তাঁর নাম উচ্চারণ করেছি। মনে হয়েছে, এ যেন শুধু একটি নাম নয়, এ আমাদের আবেগের বাতিঘর, আমাদের চোখের জল, আমাদের ত্যাগের ভাষা, আমাদের অস্তিত্বের পরিচয়। তিনি শুধু একজন নেত্রী নন, তিনি এই দেশের মাটি, এই বাংলার মানুষের অশ্রু, ঘাম ও স্বপ্নের প্রতিচ্ছবি। আমাদের মতো অসংখ্য কর্মীর হৃদয়, সংগ্রাম ও বিশ্বাসকে এক সুতোয় গেঁথে রাখার নাম একটিই দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
রাজপথের প্রতিটি মোড়ে, প্রতিটি ধুলোর ঝড়ে, আমরা তাঁর পথনির্দেশে দাঁড়িয়েছি, আর আজ যখন তিনি অসুস্থ, তখন আমাদের হৃদয় শুধু একটিই প্রার্থনায় ভিজে আছে। হে আল্লাহ, আমাদের নেত্রীকে সুস্থতা দান করুন। তাঁকে আবার দেশের মানুষের মাঝে ফিরিয়ে আনুন। এই দেশের মানবিক ভবিষ্যৎ গড়ার নেতৃত্ব যেন আবার তিনি দিতে পারেন।
বেগম জিয়ার জন্য সবার কাছে দোয়া চেয়ে সুলতান আহমেদ রাহী লিখেছেন, আমাদের মিছিল, আমাদের সংগ্রাম, আমাদের প্রতিটি হাঁটা, সবই এক স্বপ্নের পুনর্জাগরণের অপেক্ষায়। আজ সকলের কাছে শুধু একটি অনুরোধ, আপনারা দোয়া করুন। দেশনেত্রী আবার সুস্থ হয়ে মানুষের অধিকার, মর্যাদা, গণতন্ত্র ও মানবিক বাংলাদেশের স্বপ্নকে নেতৃত্ব দিন। কারণ তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশের মানুষের আস্থা, ভালোবাসা ও সংগ্রামের ইতিহাস। মহান আল্লাহ তায়ালা আমাদের শ্রদ্ধা আবেগের বাতিঘর আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পূর্ণ সুস্থতা দান করুন, আমিন।