ডাকসু নির্বাচনের পর মিড-সেমিস্টার পরীক্ষা নেওয়ার অনুরোধ শিবিরের

২৪ আগস্ট ২০২৫, ০৫:৩৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৪:২৯ PM
আবু সাদিক কায়েম

আবু সাদিক কায়েম © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের (ডাকসু) আগে চলমান বিভিন্ন ডিপার্টমেন্টের সেমিস্টার ফাইনাল ও মিডটার্ম পরীক্ষাগুলো নির্বাচনের পর নেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানায় ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।

তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে একটা আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমার জানতে পেরেছি অনেক ডিপার্টমেন্টে পরীক্ষা চলমান আবার কিছু ডিপার্টমেন্টে পরীক্ষা নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে। এতে করে শিক্ষার্থীরা আনন্দমুখর পরিবেশটা উপভোগ করতে পারছে না। তাই প্রশাসনের কাছে অনুরোধ করবো এই পরীক্ষাগুলো পিছিয়ে ডাকসু নির্বাচনে পরে নিলে শিক্ষার্থীরা এই নির্বাচনকে ভালোভাবে উপভোগ করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘বিজনেস ফ্যাকাল্টিতে একটি ই লাইব্রেরি আছে। কিন্তু এটার সংস্কার প্রয়োজন। আমরা নির্বাচিত হলে প্রথমেই এই ই লাইব্রেরী সংস্কার করব। তা ছাড়া এখানকার খাবারের মান নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ জানিয়েছেন। আমার এসব বিষয়‌ও দেখব।’

তিনি বলেন, ‘আমার শিক্ষার্থীদের কাছ থেকে তাদের প্রত্যাশা জানতে চেয়েছি। তারা বলেছে শিক্ষকদের মূল্যায়ন না থাকার কারণে এই শিক্ষকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ভালো করে পড়ালেও এখানে তেমনভাবে গুরুত্ব দেয় না। তাই আমার শিক্ষক মূল্যায়নের ব্যবস্থা চালু করব।’

আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫