ডাকসু নির্বাচন

এবার ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ

২৪ আগস্ট ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৯:৪০ PM
হলের পাঠকক্ষে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থীর প্রচারণা

হলের পাঠকক্ষে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থীর প্রচারণা © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফের আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে ছাত্রদল সমর্থিত প্যানেলে প্রার্থীদের বিরুদ্ধে। নির্বাচনে সংগঠনটির মনোনীত সহ-সভাপতি (ভিপি) পদের প্রার্থী আবিদুল ইসলাম খানকে একটি আবাসিক হলের রিডিংরুমে (পাঠকক্ষ) প্রবেশ করে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেছে। এসময় তার সঙ্গে ওই প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত মো. মেহেদী হাসানকে দেখা গেছে। 

ডাকসুর নির্বাচনী আচরণ বিধি, অনুযায়ী হলের রিডিংরুমে কোন নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। আচরণ বিধিমালা লঙ্ঘনের বিষয়টি নিয়ে আজ রবিবার (২৪ আগস্ট) দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা ও ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদ।

ছাত্রদল সমর্থিত প্যানেলের উদ্দেশ্যে বিন ইয়ামিন মোল্লা বলেন, তাদের প্রার্থীরা রিডিংরুমে গেলেও নির্বাচনী আচরণ বিধিমালার মধ্যে পড়ছে না। তারা স্লোগান দিয়ে মিছিল নিয়ে গেলেও নির্বাচনী আচরণ বিধিমালার মধ্যে পড়ছে না। টিএসসিতে তাদের দলীয় ব্যানার-ফেস্টুন আছে। সেটি কী শিক্ষার্থীদের নির্বাচনকে প্রভাবিত করবে না? কিন্তু আমি যদি দলীয় ব্যানার-ফেস্টুন লাগানো শুরু করি, তখন বলবে নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করছে। আমার ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ হয়, আর তাদের ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ হয় না?

এসএম ফরহাদ বলেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে দেওয়া কনসার্নগুলো আমলে নিচ্ছেন না। আমরা দেখছি প্রার্থীদের কেউ কেউ রিডিংরুমে গিয়েও প্রচার-প্রচারণা চালাচ্ছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করছেন। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনা ও  অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। নির্বাচন কমিশনকে অনুরোধ করবো, কেউ যদি নীতিমালা ভঙ্গ করলে তাদের প্রতি যেন ব্যবস্থা নেওয়া হয়।

ডাকসু নির্বাচণ আচরণ বিধিমালা

এদিকে অমর একুশে হলে আবিদুল ইসলাম খানের রিডিংরুমে প্রচারণা চালানোর এমন একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে দেখা যায় আবিদুল ইসলাম আবাসিক হলের রিডিংরুমে প্রবেশ করে সেখানে পড়তে থাকা শিক্ষার্থীদের সাথে করমর্দন (হ্যান্ডশেক) করছেন৷ যতজন শিক্ষার্থী রিডিংরুমে পড়ছিলো সকলের কাছে গিয়ে তিনি নিজের পরিচয় দিচ্ছিলেন ও দোয়া চাচ্ছিলেন। এসময় তাকে কয়েকজনের সাথে কোলাকুলিও করতে দেখা গিয়েছে। এসময় তার সঙ্গে ওই প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত মো. মেহেদী হাসানকে দেখা গেছে।

ডাকসু নির্বাচন-২০২৫ এর নির্বাচনী বিধিমালা ৬ এর (চ) অনুযায়ী 'পাঠদান ও পরীক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে এমন কোনো স্থানে (যেমন-শ্রেণিকক্ষ, পাঠকক্ষ, পরীক্ষার হল ইত্যাদি) সভা/সমাবেশ বা নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। শ্রেণিকক্ষের ভিতরে ও করিডোরে মিছিল করা যাবে না।' এই বিধিমালা অনুযায়ী ছাত্রদলের সহ-সভাপতি পদপ্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।

এদিকে নির্বাচনী বিধিমালা ১৭ ধারা অনুযায়ী 'কোন প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থীতা বাতিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা রাষ্ট্রীয়/বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অন্য যে কোনো দণ্ডে দণ্ডিত হবেন।' 

এ বিষয়ে ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, কেউ যদি আমাদের কাছে লিখিত অভিযোগ করে তাহলে আমরা তদন্ত সাপেক্ষে সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

এদিকে বিকেলে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন এক ব্রিফিংয়ে বলেন, অমর একুশে হলের এমন একটি অভিযোগ জমা পড়েছে। আমরা নির্বাচন কমিশন বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

এর আগে গতকাল শনিবার (২৩ আগস্ট) বিকেলে নির্বাচনের প্রচার-প্রচারণায় বিধিমালা লঙ্ঘনের বিষয়ে সাংবাদিকদের অভিযোগ করেছেন গণতান্ত্রিক ছাত্রসংসদের মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার। তিনি বলেছেন, ডাকসুতে ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম ডাকসু নির্বাচনের একের পর এক বিধিমালা লঙ্ঘন করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9