নিজের নামের বিশ্ববিদ্যালয়ে পড়বেন বলে রাবি-চবি-শাবিপ্রবিসহ ৪ বিশ্ববিদ্যালয় ছাড়লেন এই ছাত্রী

২৩ আগস্ট ২০২৫, ০৬:০৬ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০১:৩৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি

নিজের নামের বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রবল ইচ্ছা থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও যাননি নীলফামারীর মেয়ে রোকেয়া। শেষ পর্যন্ত এই শিক্ষার্থী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোক প্রশাসন বিভাগে। 

রোকেয়ার বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নে। তিন ভাইবোনের মধ্যে রোকেয়া বড়। এসএসসিতে পেয়েছেন জিপিএ ৪.৫৬ এবং এইচএসসিতে জিপিএ ৪.৩৩।

প্রথমবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাইভা পর্যন্ত ডাক পান রোকেয়া। ভর্তি হওয়ার সুযোগ থাকলেও যাননি। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও এ ইউনিটে তার মেধা তালিকার অবস্থান ছিল ১ হাজার ৩৫৮। ভর্তি হতে পারতেন, কিন্তু প্রবল ইচ্ছের কারণে সে সুযোগও নেননি। পরের বছর আরও কঠোর প্রস্তুতি নেন। শাবিপ্রবিতে ওয়েটিং লিস্টে আসেন, নজরুল বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পান—তবুও সিদ্ধান্ত থেকে সরেননি। একমাত্র স্বপ্ন নিজের নামের বিশ্ববিদ্যালয়েই পড়বেন।

প্রথমবার চবিতে না গিয়ে হতাশ হয়েছিলেন কিনা জানতে চাইলে রোকেয়া বলেন, ‘প্রথমবার আমার বাবা অনেক টাকা খরচ করেছিলেন। স্বাভাবিকভাবেই মন খারাপ করেছিলেন। এরপর ঢাকায় মামার বাসায় গিয়ে পড়াশোনা শুরু করি। সেই সময় থেকে আর ভালো করে ঘুমাতে পারিনি। মাথায় ছিল একটাই চিন্তা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েই পড়তে হবে। ভর্তি হওয়ার পরই শান্তির ঘুম ঘুমিয়েছি।’

রোকেয়ার বন্ধু সামিয়েল সামি বলেন, ‘অন্যরা হয়তো ভাববে এত সুযোগ ছেড়ে আবার ভর্তি হওয়া ঝুঁকিপূর্ণ। কিন্তু রোকেয়া নিজের নামের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিজেকে যুক্ত করতে চেয়েছে, এটা নিঃসন্দেহে এক ঐতিহাসিক সিদ্ধান্ত।’

লোক প্রশাসন বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম বলেন, “নিজের নামের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এতগুলো ভালো সুযোগ ছেড়ে দেওয়া অনেক সাহসী সিদ্ধান্ত। রোকেয়া তার এ সাহস ধরে রেখে যেন ভবিষ্যতে একজন সত্যিকারের রোকেয়া হয়ে উঠতে পারে।”

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫