ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি © টিডিসি ফটো
রাজধানীতে গত দুই দিনে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) শিক্ষার্থীদের মধ্যে। ফলে আজ রবিবার (২৩ নভেম্বর) সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার সকাল ৮টার দিকে রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন , ‘অনিবার্য কারণে আজকের ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করা হলো।’
শুক্রবারের প্রধান ভূমিকম্পের পর শনিবার আরও তিন দফা কম্পন অনুভূত হলে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়। পুরাতন ক্যাম্পাসের একটি ভবন এবং ৩–৪ নম্বর আবাসিক হলে দেয়ালে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক আরও বাড়ে। এ অবস্থায় রবিবার মধ্যরাতে আবাসিক হলের শিক্ষার্থীরা পুরাতন ক্যাম্পাস ছেড়ে নতুন ক্যাম্পাসে এসে পরীক্ষা স্থগিতের দাবিতে অবস্থান নেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ধারাবাহিক কম্পনের পর হলে থাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং মানসিকভাবে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না। একজন শিক্ষার্থী বলেন, ‘রুমে উঠলেই ভয় লাগে। শুধু আজ নয়, কয়েকদিনের জন্য পরীক্ষা বন্ধ জরুরি।‘
শিক্ষার্থীরা জানান, আজকের ক্লাস–পরীক্ষা স্থগিত হওয়ায় কিছুটা স্বস্তি মিললেও পরবর্তী সিদ্ধান্ত নিয়ে তারা এখনো অনিশ্চয়তায় আছেন। তারা ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষার চাপ না বাড়ানোর দাবি জানিয়েছেন।