খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স

২৯ নভেম্বর ২০২৫, ০২:৫০ PM
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া © টিডিসি সম্পাদিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর কিংবা ইউরোপে নেওয়ার জন্য মেডিকেল বোর্ড সব প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার খোঁজখবর নেওয়ার পর এসব তথ্য জানান তিনি। একই ধরনের কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। 

বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন আযম খান। বিদেশে যাওয়ার মতো অবস্থায় এলে তাকে নিয়ে যাওয়া হবে বলে তিনি জানান। তিনি বলেছেন, ‘এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবীড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া। বিদেশের বিভিন্ন হাসপাতালে কথা বলা আছে। প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সও।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মেডিকেল বোর্ডের দায়িত্বে থাকা চিকিৎসকরা বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ফ্লাই করার মতো উপযোগী নয়। তবুও সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। বিদেশে নেওয়ার ক্ষেত্রে প্রথম বিকল্প হিসেবে সিঙ্গাপুর এবং পরবর্তীতে ইউরোপের কথা বিবেচনায় রয়েছে।’

চিকিৎসকরা আশাব্যঞ্জক কিছু জানাতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, ‘সংকটাপন্ন অবস্থা থাকলেও উন্নতি বা অবনতি, কোনোটিই হয়নি। দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেছেন চিকিৎসকরা।’

আরও পড়ুন: ‘সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল মহিয়সী নারী খালেদা জিয়া’

গত রবিবার (২৩ নভেম্বর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষায় তার বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নানান জটিল রোগে আক্রান্ত প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন জানিয়ে নেতারা জানিয়েছেন, তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী সাংবাদিকদের বলেছিলেন, ‘গত কয়েক মাস ধরেই উনি (খালেদা জিয়া) খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছিলেন। আজকে আমরা যে কারণে এখানে (এভারকেয়ার হাসপাতালে) ভর্তি করিয়েছি সেটা হচ্ছে যে, উনার কতগুলো সমস্যা একসাথে দেখা দিয়েছে। সেটা হচ্ছে, উনার বুকে সংক্রমণ হয়েছে।’

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মেট্রো স্টেশনের প্লাটফর্মেও খালেদা জিয়ার জানাজা আদায় করলেন …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবেন : মাসুদ সাঈদী
  • ৩১ ডিসেম্বর ২০২৫