ভারতে আসছেন মেসি, দেখা করবেন মোদির সঙ্গেও

০২ অক্টোবর ২০২৫, ১০:৫৪ PM , আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:১৩ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © ফাইল ছবি

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ভারতে আসছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সফরে তিনি কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি এই চারটি শহর ভ্রমণ করবেন। সফরের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট কিংবদন্তিদের সঙ্গে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি নিজেই তার ভারত সফরের বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘এই সফর আমার জন্য অনেক বড় সম্মান। ভারত আমার কাছে বিশেষ একটি দেশ। ১৪ বছর আগে এখানকার ভক্তদের যে ভালোবাসা পেয়েছিলাম, তা এখনও মনে আছে। আমি নতুন প্রজন্মের ভক্তদের সঙ্গে দেখা করতে এবং ফুটবলের প্রতি আমার ভালোবাসা ভাগ করে নিতে অধীর আগ্রহী।’

ফুটবলের মহাতারকাকে এবার দেখা যাবে ২২ গজের পিচে, যা ভক্তদের জন্য এক দুর্দান্ত মুহূর্ত হতে চলেছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি ৭-এ-সাইড ক্রিকেট ম্যাচে অংশ নেবেন মেসি। তার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামতে পারেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার মতো ক্রিকেট মহারথীরা।

মেসির এই সফরের বড় একটি অংশজুড়ে থাকছে কলকাতা। সেখানে ইডেন গার্ডেন্সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সংবর্ধনা জানাবেন। এছাড়া, শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা পরিচালনা এবং একটি ফুটবল ক্লিনিকও উদ্বোধন করার কথা রয়েছে তার। মেসির সম্মানে কলকাতায় ‘গোট কাপ’ নামে একটি ৭-এ-সাইড ফুটবল টুর্নামেন্টও আয়োজন করা হবে।

এর আগে ২০১১ সালে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় এসেছিলেন মেসি। ১৪ বছর পর তার এই প্রত্যাবর্তন ঘিরে ভারতজুড়ে, বিশেষ করে ফুটবলপ্রেমী বাঙালিদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা এই মহাতারকা জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপই হতে পারে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫