রাবিপ্রবি ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে পুলিশ ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্ত

২৮ জুন ২০২৫, ০৩:২৩ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৯:৪৬ AM
রাবিপ্রবি ক্যাম্পাস পুলিশ সদস্যদের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান

রাবিপ্রবি ক্যাম্পাস পুলিশ সদস্যদের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান © টিডিসি

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ক্যাম্পাসে সম্প্রতি অস্ত্রধারী সন্ত্রাসীদের মহড়ার ঘটনায় চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীসহ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাবিপ্রবি স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ছাত্র হল ও ছাত্রী হলসহ মোট চারটি ভবনের নির্মাণকাজ চলমান। ফলে ক্যাম্পাসে জনসমাগম বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি নিরাপত্তার ঝুঁকিও বেড়েছে। এ প্রেক্ষাপটে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাবিপ্রবি প্রশাসন একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য উদ্যোগ নেয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমি দায়িত্ব নেওয়ার পরপরই পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়টি নিয়ে কাজ শুরু করি। দ্রুতই আমরা এটি বাস্তবায়নের দিকে যাব।’

আরও পড়ুন: সাত বাস আটক করলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

গত ২৬ জুন গভীর রাতে অস্ত্রধারী কিছু সন্ত্রাসী বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করে মহড়া দেয়। মুহূর্তেই সেই  ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে রাবিপ্রবি প্রশাসন। ২৭ জুন রিজেন্ট বোর্ডের ৭ম সভা শেষ করেই ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করে পরবর্তী কর্মসূচির কথা জানান রাবিপ্রবি উপাচার্য।

দলের বিভক্তি এড়াতে বিএনপি চেয়ারপার্সন পদের প্রার্থিতা প্রত্…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
নির্বাচনী হলফনামা, বছরে তারেক রহমানের আয় ৬ লাখ ৭৬ হাজার টাক…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২২ মামলায় খালাস ও ১৩টিতে অব্যাহতি, খালেদা জিয়ার নির্বাচনী হ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শ্বশুরবাড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, সিসিটিভির হার্ডডিস্ক নিয়…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২৩ আসনে নির্বাচন করে সবকটিতেই জয়ী হন বেগম খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫