উপাচার্যের কর্মশালা দিয়ে রাবিপ্রবিতে সপ্তাহব্যাপী বিতর্ক উৎসব শুরু

২৮ মে ২০২৫, ০৬:২৬ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০১:৩৪ AM
রাবিপ্রবি উপাচার্য

রাবিপ্রবি উপাচার্য © টিডিসি ফটো

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির আয়োজনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিতর্ক উৎসব। আজ বুধবার (২৮ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে উদ্বোধনী অনুষ্ঠান হয়।

কনফারেন্স হলে এশিয়ান সংসদীয় বিতর্কের উপর দেড় ঘণ্টাব্যাপী কর্মশালা পরিচালনা করেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

কর্মশালায় বিতর্ক পরিচিতি, বিতর্কের মূল কাঠামো, এশিয়ান সংসদীয় বিতর্কের আদ্যোপান্ত, দল গঠন ও দলীয় অনুশীলন সহ বিতর্কের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন রাবিপ্রবি উপাচার্য। 

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. আয়নুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন রাবিপ্রবির সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ও রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর মো. মাঈনুদ্দিন।

আয়োজকরা জানান, বিতর্ক শুধু যুক্তির অনুশীলন নয়, এটি সহনশীলতা, শৃঙ্খলা ও দলগত কাজের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব ও দায়িত্ববোধ গড়ার একটি প্ল্যাটফর্ম। তাই বিতর্ক চর্চা বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমের একটি শক্তিশালী স্তম্ভ হয়ে উঠতে পারে। এই দর্শন থেকেই রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি আয়োজন করছে “সাংগঠনিক সপ্তাহ ২০২৫”, যেখানে সপ্তাহব্যাপী বিতর্কের বিভিন্ন আয়োজনের পর নতুন বিতার্কিকদের অন্তর্ভুক্তির মাধ্যমে আমরা গড়ে তুলতে চাই ভবিষ্যতের যুক্তিবান, মানবিক এবং সচেতন প্রজন্ম।

উল্লেখ্য, সপ্তাহব্যাপী এই আয়োজনে থাকছে বিতর্কের বিভিন্ন বিষয়ের উপর কর্মশালা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬