নওগাঁর সাবেক এমপি ওমর ফারুক সুমনসহ আ’লীগের  ৫ নেতাকর্মী গ্রেপ্তার

০৯ অক্টোবর ২০২৫, ০৬:৩২ PM
মো. ওমর ফারুক সুমন

মো. ওমর ফারুক সুমন © সংগৃহীত

নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর একাধিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ-৬ আসনের সাবেক এমপি ও নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. ওমর ফারুক সুমন (৪৭), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু নাঈম জুবের (২২), মিরপুর মডেল থানা ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সহ-সভাপতি মো. তানভীর ইসলাম (৩০), দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও বিমানবন্দর থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন (৫৭) ও মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি ইউনিট যুবলীগের সাবেক সহ-সভাপতি মো. আমজাদ হোসেন রাজন (৪৪)।

ডিবির অভিযানের বরাতে তালেবুর রহমান বলেন, গতকাল বুধবার (৮ অক্টোবর) রাতে ডিবি মিরপুর বিভাগ রামপুরা থানাধীন ডিআইটি রোড, মালিবাগ এলাকা থেকে আবু নাঈম জুবেরকে ও রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মিরপুর মডেল থানার মুক্তবাংলা এলাকা থেকে মো. তানভীর ইসলামকে গ্রেপ্তার করা হয়।

একইদিন রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ডিবি উত্তরা বিভাগের একটি টিম উত্তরা থানার কাওলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে। এবং বিকেল সাড়ে ৩টার দিকে মতিঝিল থানার শাপলা চত্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. আমজাদ হোসেন রাজনকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগ।

অন্যদিকে, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ডিবি লালবাগ বিভাগ মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এছাড়া দেশ ছাড়েন কার্যক্রম নিষিদ্ধ দলটির অনেক শীর্ষ নেতাও। যারা পালাতে পারেননি তারা দেশেই আত্মগোপনে থাকেন। এদের মধ্যে কয়েকজন মন্ত্রীসহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এখনো মাঝেমধ্যে অনেকে গ্রেপ্তার হচ্ছেন।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পেছাল দুদিন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
হাসনাত আব্দুল্লাহর মোট সম্পদ ৫০ লাখ, বার্ষিক আয় সাড়ে ১২ লাখ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
সরকারি ছুটিতে আজ বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরী…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপির শোক বইয়ে স্বাক্ষর করলেন জামায়াত নায়েবে আমির
  • ৩১ ডিসেম্বর ২০২৫
রাজধানীর ৩ সড়কে যান চলাচল সীমিত থাকবে, জানাল আইএসপিআর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩১ ডিসেম্বর ২০২৫