গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ অপরাজিত চ্যাম্পিয়ন © সংগৃহীত
৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ১৩ খেলায় সাড়ে ১০ পয়েন্ট নিয়ে শিরোপা জয় করেন। জাতীয় দাবায় গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের এটি সপ্তমবারের মতো জাতীয় দাবার শিরোপা জয়। ইতিপূর্বে তিনি ১৯৭৯, ১৯৮০, ১৯৮১, ১৯৮২, ২০১২, ২০১৯ সালে জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন তিনি।
ত্রয়োদশ বা শেষ রাউন্ডের খেলা আজ (১ অক্টোবর) শেওড়াপাড়াস্থ ইয়ুথ টাওয়ারের লেবেল-৪ এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আজ শেষ রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে পরাজিত করেন। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ সাদা ঘুঁটি নিয়ে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের কিংস ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ২৫ চালের মাথায় জয়ী হন।
বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রানার-আপ হয়েছেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ১৩ খেলায় সাড়ে ৯ পয়েন্ট নিয়ে রানার-আপ হন। দ্বাদশ রাউন্ড পর্যন্ত গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদের সঙ্গে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষস্থানে থাকলেও শেষ রাউন্ডের খেলায় কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ কাছে হেরে শিরোপা জয় থেকে পিছিয়ে যান। মোহাম্মদ শাকের উল্লাহর কালো ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের রেটিং ওপেনিং পদ্ধতির বিরুদ্ধে খেলে চালে ৩৮ চালে জয়ী হন।
বাংলাদেশ সেনাবাহিনীর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সাড়ে আট পয়েন্ট নিয়ে তৃতীয়স্থান লাভ করেছেন। গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ৮ পয়েন্ট পেয়ে চতুর্থস্থান লাভ করেন। সাড়ে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া পঞ্চমস্থান লাভ করেন। বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থান লাভ করেন।
সাড়ে ৬ পয়েন্ট করে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যায়ের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন সপ্তম, অষ্টম ও নবম স্থানে জন্য প্লে-অফ ম্যাচ খেলবেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা সাড়ে তিনটায় বাংলাদেশ দাবা ফেডারেশনে প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে।
মোহাম্মদ শাকের উল্লাহ ও বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ জাভেদ ৫ পয়েন্ট করে নিয়ে দশম ও একাদশ স্থানের জন্য প্লে-অফ ম্যাচ খেলবেন, তাদের প্লে-অফ ম্যাচও বৃহস্পতিবার দাবা ফেডারেশনে অনুষ্ঠিত হবে।
অনত চৌধুরী ৪ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থান, বাংলাদেশ নে্ৗবাহিনীর ফিদে মাস্টার মো. শরীফ হোসেন সাড়ে তিন পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থান এবং সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেট মাস্টার মো. আবু হানিফ তিন পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থান লাভ করেন।
আজকের শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে পরাজিত করেন। কিংস ইন্ডিয়ান অ্যাটাক পদ্ধতির যুগোশ্লাভ বিশ্লেষণ ধারার খেলায় ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৩১-৩৪ চালের মাথায় ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদের বিরুদ্ধে জয়ী হন। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় নিজ দলের আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিনের সাথে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিনের পেট্রোভস ডিফেন্সের বিরুদ্ধে খেলে ৭ চালের মাথায় ড্র করেন। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া অনত চৌধুরীর সঙ্গে ড্র করেন। ফিদে মাস্টার তাহসিন জিয়া কালো ঘুঁটি নিয়ে পার্ক ডিফেন্স পদ্ধতিতে খেলে ১২ চালে অনত চৌধুরীর সঙ্গে ড্র করেন।
ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সঙ্গে ড্র করেন। ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম সাদা ঘুঁটি নিয়ে কুইনস্ গ্যাম্বিটে একসেপটেড পদ্ধতির খেলায় ১২ চালে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সাথে ড্র করেন। ফিদে মাস্টার মো. শরীফ হোসেন ক্যান্ডিডেট মাস্টার মো. আবু হানিফকে পরাজিত করেন। ফিদে মাস্টার মো. শরীফ হোসেন সাদা ঘুঁটি নিয়ে ক্যান্ডিডেট মাস্টার মো. আবু হানিফের ফ্রেঞ্চ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৬৩ চালের মাথায় জয়ী হন। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ১৪ জন খেলোয়াড় এবারের জাতীয় দাবায় অংশগ্রহণ করেন।