সাভারে ফুটপাতে চাঁদাবাজির হোতা গ্রেপ্তার

চাঁদাবাজ মুকুল
চাঁদাবাজ মুকুল  © টিডিসি ফোটো

সাভারের হেমায়েতপুর এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে চাঁদাবাজির অভিযোগে অহিদুজ্জামান মুকুল (৫০) নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৮ আগস্ট) রাতে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে চাঁদা আদায়ের সময় তাকে আটক করা হয়। সোমবার দুপুরে সাভার চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আমির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত অহিদুজ্জামান মুকুল সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকার মৃত আব্দুল আলীর ছেলে। পুলিশ জানায়, গত ৫ আগস্টের পর থেকে সে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত ও মহাসড়ক দখল করে অবৈধ দোকান বসিয়ে ভাড়া আদায় এবং বিভিন্ন পরিবহন থেকেও চাঁদা তুলছিলো।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই মুকুল এলাকায় চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছিল। তবে পূর্ববর্তী সময়ে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের কারণে কিছুদিন এলাকা ছাড়তে হলেও সাম্প্রতিক সময়ে ফের সন্ত্রাসী গডফাদারদের ছত্রছায়ায় হেমায়েতপুরসহ আশপাশের এলাকায় নতুন করে চাঁদাবাজি শুরু করে। ফুটপাত দখল করে দোকান বসিয়ে আদায়কৃত চাঁদার টাকা প্রভাবশালী ব্যক্তিদের কাছে পৌঁছে দিতো বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ডারউইনের বিবর্তন তত্ত্ব বাদ দেওয়ার চেষ্টা, আধুনিক বিজ্ঞান নিয়ে ষড়যন্ত্র কেন?

এছাড়া, হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সরকারি খাস জমিতে অবৈধভাবে মার্কেট গড়ে তুলে সেখানে অফিস স্থাপন করে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতো মুকুল।

এসআই আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তার পেছনে থাকা গডফাদারদের নাম বের হয়ে আসবে বলে আশা করছেন তিনি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!