লঙ্কানদের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

২৮ জুন ২০২৫, ১১:২৮ AM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৩:২৮ PM
বাংলাদেশ ও শ্রীলঙ্কা টেস্টে সিরিজ

বাংলাদেশ ও শ্রীলঙ্কা টেস্টে সিরিজ © সংগৃহীত

কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হেরে সিরিজও হারলো বাংলাদেশ। চতুর্থ দিনের সকালেই দ্রুত গুটিয়ে গেছে টাইগারদের দ্বিতীয় ইনিংস। শনিবার (২৮ জুন) দিনের প্রথম ওভারেই লিটন দাস আউট হয়ে ফিরলে ইনিংস হার এড়ানোর শেষ ভরসাটুকুও শেষ হয়ে যায়। এরপর লেজের ব্যাটারদের কেউই প্রতিরোধ গড়তে পারেননি।

শনিবার (২৮ জুন) চতুর্থ দিনেই ইনিংস ও ৭৮ রানের বিশাল জয় তুলে নেয় শ্রীলঙ্কা। একই সঙ্গে দুই ম্যাচের সিরিজে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। পুরো ম্যাচ জুড়ে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই আধিপত্য ছিল লঙ্কানদের।

প্রথম ইনিংসে ২১১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে গতকাল তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১১৫ রান করেছিল বাংলাদেশ। তখনো ৯৬ রানে পিছিয়ে ছিল সফরকারীরা। হাতে উইকেট ৪টি। ইনিংস ব্যবধানে হার এড়াতে অসম্ভব কিছুই করতে হতো বাংলাদেশকে। 

একমাত্র আশা ভরসা ছিলেন লিটন দাস। শেষ স্বীকৃত ব্যাটারও তিনি। তবে তিনি আজ ফিরলেন এদিন মাত্র চার বল খেলেই। ৪০ তম ওভারে প্রবাথ জয়াসুরিয়ার বল লিটনের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের গ্লাভসে। ৪৩ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন লিটন। এরপর মুহূর্তেই যেন সব শেষ। 

 

 

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫