তরুণরাই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের শক্তি: নাছির

১০ মে ২০২৫, ১২:৪৫ PM , আপডেট: ১১ মে ২০২৫, ০২:৩২ AM
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির © ভিডিও থেকে সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, তরুণদের মতামতকে উপেক্ষা করে খুনি হাসিনা এ দেশের ক্ষমতা জোর করে দখল করেছিল। সেই সংক্ষুব্ধ তরুণরাই জুলাই-আগস্টে নিজেদের জীবন বিলিয়ে খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে এসব তরুণই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের শক্তি। শনিবার (১০ মে) বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র সমাবেশে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছির বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন- উদ্যোমী, সৎ, দেশপ্রেমিক তরুণরাই গড়বে আগামী দিনের বাংলাদেশ। আমরাও বিশ্বাস করি- তরুণরাই বিএনপির শক্তি, পরিবর্তনের প্রধান হাতিয়ার।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিনটি অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই রাজনৈতিক অধিকার আদায়ের কর্মসূচি শুধু রাজনৈতিক কর্মসূচি নয় বরং একটি প্রজন্মের সঙ্গে সংলাপ করার সেতুবন্ধ। একটি জনভিত্তিক ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায়। তারেক রহমানের নির্দেশনায় বিএনপি এবং যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর ঘোষিত ৩১ দফার রূপরেখা বাস্তবায়ন প্রণয়নে তরুণদের নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্তকরণে সেমিনার এবং রাজনীতির অন্তরায়।

আরও পড়ুন: শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১৪০টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্র্যাক ইউনিভার্সিটি

ছাত্রদল সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের ওপর আস্থা রেখেছেন। গত সাড়ে ১৫ বছর ধরে আপনারা দেখেছেন, বাংলাদেশের তিনটি জাতীয় নির্বাচন অবৈধভাবে হয়েছিল। এসব নির্বাচনে তরুণদের মতামতকে ব্যাপকভাবে উপেক্ষিত করা হয়েছিল। তরুণদের মতামতকে উপেক্ষা করেই খুনি হাসিনা এ দেশের ক্ষমতা জোর করে দখল করেছিল। সেই সংক্ষুব্ধ তরুণরাই জুলাই-আগস্টে নিজেদের জীবন বিলিয়ে খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে এসব তরুণই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের শক্তি। এ কারণে তারেক রহমান যারা সরাসরি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নয় তাদেরও বাংলাদেশ বিনির্মাণে অংশীদার করতে চান।

ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে: মির্জা ফখরুল
  • ১২ জানুয়ারি ২০২৬
ভাইস ক্যাপ্টেনের বিশ্বকাপ দলে জায়গা হবে তো?
  • ১২ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ইরান প্রেসিডেন্টের, ‘…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানের এবারের বিক্ষোভ কেন নজিরবিহীন
  • ১২ জানুয়ারি ২০২৬
কলমাকান্দা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মাওলানা কামাল
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9