পটুয়াখালীতে বাউলশিল্পীদের মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ

২৬ নভেম্বর ২০২৫, ০৬:৪০ PM
বাউলশিল্পীদের সঙ্গে বাগবিতণ্ডা জড়ান একজন

বাউলশিল্পীদের সঙ্গে বাগবিতণ্ডা জড়ান একজন © টিডিসি

পটুয়াখালীতে ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচির শেষ দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি বাউলশিল্পীদের স্থান ছাড়তে বললে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় তারা সরে যান। ঘটনায় ছাত্রশক্তির নেতাদের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও সংগঠনটির পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। ধর্ম অবমাননা ইস্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী জেলা বাউল সমিতির সদস্যরা জানান, বাউল আবুল সরকার একটি আলোচিত বিতর্কে অংশ নেন। কিন্তু তার সম্পূর্ণ বক্তব্য প্রচার না করে কাটছাঁট করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এর জেরে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং পুলিশ তাকে ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার করে। আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের শেষ দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি এসে স্থান ত্যাগ করতে বললে, পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে তারা সেখান থেকে সরে যান বলে সমিতির সদস্যরা জানান।

এ বিষয়ে পটুয়াখালীর স্থানীয় সংগীতশিল্পী বাউল বশির সরকার বলেন, ‘যারা বাধা দিয়েছে, তাদের আমরা চিনি না। যদিও তারা আমাদের ওপর কোনো হামলা করেনি, তবে বাউলের মুক্তির দাবিতে ভবিষ্যতে আর রাস্তায় না নামার জন্য নিষেধ করেছে।’

পটুয়াখালী জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিবুল ইসলাম সালমান বলেন, ‘বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে পটুয়াখালীর কয়েকজন স্থানীয় বাউলরা মানববন্ধন করছিলেন। খবর পেয়ে আমরা কয়েকজন ঘটনাস্থলে যাই। তখন মানববন্ধন প্রায় শেষের দিকে ছিল। এ সময় কিছু মানুষকে কথা বলার জন্য ডাকা হলে কয়েকজন বাউল দৌড়ে পালিয়ে যায়, অন্যদের সাধারণ জনগণ আটকে রাখে।’

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫