চারদিন ধরে সমুদ্রে ভাসছিলেন ১১ জেলে

০৫ নভেম্বর ২০২৫, ০২:০৬ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৫, ০২:১১ PM
ফিশিং বোটসহ ১১ জন জেলে উদ্ধার

ফিশিং বোটসহ ১১ জন জেলে উদ্ধার © সংগৃহীত

সমুদ্রে ৪ দিন ধরে ভাসতে থাকা বিকল ফিশিং বোট 'এফবি ফাতেমা' এর ১১ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত শুক্রবার (৩১ অক্টোবর) লক্ষীপুরের রামগতি মাঝঘাট এলাকা হতে 'এফবি ফাতেমা' নামক একটি ফিশিং বোট ১১ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। অতঃপর বোটটি গত ১ নভেম্বর মধ্যরাতে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে ৪ দিন যাবৎ সমুদ্রে ভাসতে থাকে।

ফিশিং বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর, বেলা সাড়ে ১২টায় একজন জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চান।  প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, মঙ্গলবার বেলা ২টায় কোস্ট গার্ড জাহাজ পোর্টে গ্র্যান্ডে কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন : ডা. জাহাঙ্গীর কবিরকে বিএমডিসির শোকজ

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১১ জন জেলেসহ বিকল হওয়া বোটটিকে নিরাপদে উদ্ধার করা হয়। জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে। বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, আর্ত মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫