মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

২৫ আগস্ট ২০২৫, ০১:৪৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:০৫ PM
মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস

মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস © টিডিসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতী নদী থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার পাটগাতী লঞ্চঘাট এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। যার আনুমানিক বয়স ৫০ হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে টুঙ্গিপাড়া থানায় খবর দেয় স্থানীয়রা। তখন পুলিশ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. বেদারুল উদ্দিন জানান, সন্ধ্যা ৬ টার দিকে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পাটগাতী লঞ্চঘাটের কাছাকাছি গলায় গামছা পেঁচানো অজ্ঞাত ব্যক্তিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

খালেদা জিয়ার মৃত্যুতে শুরু তিনদিনের রাষ্ট্রীয় শোক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫