স্ত্রীকে ওষুধ আনতে পাঠিয়ে স্বামীর আত্মহত্যা

১৩ আগস্ট ২০২৫, ০৬:২৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৩২ PM
কালুখালী থানা

কালুখালী থানা © সংগৃহীত

রাজবাড়ীতে অসুস্থতা ও শারীরিক প্রতিবন্ধকতার দীর্ঘদিনের যন্ত্রণায় ভুগে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আলাউদ্দিন শেখ (৫০) নামের এক ব্যক্তি। স্ত্রীকে ওষুধ আনতে পাঠিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরিবারের দাবি, নানা শারীরিক জটিলতা, দৃষ্টি শক্তি হারানো ও দীর্ঘমেয়াদি কষ্ট সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের গতমপুর গ্ৰামে এ ঘটনা ঘটে।

আলাউদ্দিন শেখ ওই গ্রামের মৃত কুরবান শেখের ছেলে। তিনি বাড়ির পাশে ছোট্ট মুদিদোকান দিয়ে সংসার চালাতেন।‌ বর্তমানে অসুস্থতার কারণে বাড়িতেই শুয়ে থাকতেন আলাউদ্দিন। অসুস্থতার পর থেকে তার দোকান পরিচালনা করে নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে আলিফ শেখ।

আলাউদ্দিন শেখের স্ত্রী নাসিমা বেগম জানান, তার স্বামী জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তার পা একটি চিকন ছিল। এক বছর আগে স্ট্রোক করলে তার শরীরের এক পাশ অবশ হয়ে য়ায়। পাশাপাশি তার ডায়াবেটিস ও হার্টের সমস্যাও ছিল।

তিনি জানান,  কিছুদিন ধরে আলাউদ্দিন একটি চোখে সমস্যা দেখা দেয়। তার চোখ অপারেশন করা হলেও তিনি চোখে দেখতে পারতেন না।  সবকিছু মিলিয়ে মানসিক কষ্টে ছিলেন তিনি।

আরও পড়ুন: জাতীয়করণের দাবি নাকচ করে যা বললেন শিক্ষা উপদেষ্টা

নাসিমা বেগম আরও বলেন, ‘বুধবার সকালে আমি তাকে ভাত ও রুটি খাইয়েছি। তিনি শরীর খারাপ লাগার কথা বললে তার মাথায় পানি দিয়েছি। পরে তিনি আমাকে বলেন তার হার্টের সমস্যা বেড়েছে। ওষুধ এনে দিতে বলে আমাকে। পরে দুপুরে আমি তাকে ঘরের বারান্দায় শুইয়ে রেখে বাজারে ওষুধ আনতে যাই। আমি ওষুধ নিয়ে বাড়িতে এসে দেখি তিনি বারান্দার বাঁশের আড়ার সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে তার স্বামী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্ত্রী নাসিমা বেগম।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, আত্মহত্যা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫