বিএনপির মিছিলে হামলা মামলায় আওয়ামী লীগ নেতাসহ আটক ২

০৭ আগস্ট ২০২৫, ০৩:২৬ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
আটককৃত আনিসুর রহমান জুয়েল ও জাহাঙ্গীর আলম

আটককৃত আনিসুর রহমান জুয়েল ও জাহাঙ্গীর আলম © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের এক সহ-সভাপতিসহ দুইজন নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— হাইলধর ইউনিয়নের খাসখামা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও বদু তালুকদার বাড়ির মৃত মোতালেব মিয়ার পুত্র মো. জাহাঙ্গীর আলম (৫০) এবং একই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার অলি হাজীর বাড়ির মৃত হাবিবুর রহমানের পুত্র আনিসুর রহমান জুয়েল (৩৮)।

আনোয়ারা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির একটি রাজনৈতিক মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে এ দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে বুধবার রাতে পুলিশের একটি আভিযানিক দল জাহাঙ্গীর আলমের বাড়িতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে সেখানেই আটক করা হয়। অন্যদিকে, জুয়েলকে উপজেলার একটি অজ্ঞাত স্থান থেকে আটক করা হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার তথ্যের ভিত্তিতে এ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫