রমেক কোয়ার্টারে অপ্রীতিকর অবস্থায় নারীসহ ড্যাব নেতা আটক

০৭ আগস্ট ২০২৫, ০৮:১৯ AM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ০১:৫৫ AM
অপ্রীতিকর অবস্থায় নারীসহ ড্যাব নেতা আটক

অপ্রীতিকর অবস্থায় নারীসহ ড্যাব নেতা আটক © সংগৃহীত

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কোয়ার্টারে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর এক নেতাকে স্থানীয়রা আটক করে পুলিশ দিয়েছে। তিনি ড্যাবের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।  বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টার থেকে অপ্রীতিকর অবস্থায় এক নারীসহ রমেকের আইসিইউ ইউনিটের ইনচার্জ চিকিৎসক এ বি এম মারুফুল হাসান আটক করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ব্যবহৃত কোয়ার্টারে নারীর সঙ্গে অবস্থান করছিলেন ডা. মারুফ। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় কয়েকজন বিষয়টি নজরে এনে কোয়ার্টারে গিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে তারা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রংপুর মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। তিনি উপস্থিত থেকে বিস্তারিত খোঁজখবর নেন এবং পরে দুইজনকে পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক ড্যাব নেতা ডা. এ বি এম মারুফুল হাসান বলেন, ‘আমার পূর্ব পরিচিত হওয়ার কারণে তার বাবার অসুস্থতা নিয়ে কথা বলার জন্য কল দেয়। আমি আসি। মেয়ে এখানে এসেছে। সে এখানে মাঝে মধ্যে আসে এই ফ্লাটে।’

আটক নারী বলেন, ‘আমি ওনাকে চিনি। উনি আমার পূর্ব পরিচিত। একজন মেয়ে শুধু শুধু একটা পুরুষের রুমে আসে না। এটা বুঝতে হবে।’

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রংপুর মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ‘যেহেতু একটা ঘটনা ঘটেছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য তাদের পুলিশকে দিয়েছি। পুলিশ ব্যবস্থা নিবে।’

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৭ জানুয়ারি ২০২৬
নেত্রকোনা-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী
  • ১৭ জানুয়ারি ২০২৬
এআইইউবি পরিদর্শন করেছে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার…
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘পাহাড়ের খেলোয়াড়দের সঠিক নার্সিং হলে জাতীয়-আন্তর্জাতিক পর্য…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকার বিদায়ে নিশ্চিত হলো প্লে-অফের ৪ দল
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9