কম্বাইন্ড ডিগ্রি

বাকৃবিতে দ্বিতীয় দফা আলোচনায় অচলাবস্থা কাটেনি

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ PM
আন্দোলনকারীদের ১৫ জন প্রতিনিধির সঙ্গে বৈঠকে করেন শিক্ষকরা

আন্দোলনকারীদের ১৫ জন প্রতিনিধির সঙ্গে বৈঠকে করেন শিক্ষকরা © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান কম্বাইন্ড ডিগ্রি আন্দোলনে শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি নিয়ে দ্বিতীয় দফায় শিক্ষকদের সঙ্গে বৈঠক হলেও কোনো সমাধান আসেনি।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-বিষয়ক বিভাগের সম্মেলনকক্ষে আন্দোলনকারীদের ১৫ জন প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন শিক্ষকরা। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলমান আলোচনা ফলপ্রসূ না হলে উভয় পক্ষ সভাস্থল থেকে বেরিয়ে আসেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী, অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ ও ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

আলোচনা শেষে পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সিয়াম বলেন, ‘আমরা আজ শিক্ষকদের সঙ্গে বসেছিলাম। দুই ঘণ্টার বেশি আলোচনা করেছি। তবে কোনো ফল আসেনি। শিক্ষকরা কিছু প্রস্তাবনা দিয়েছেন, যেগুলো নিয়ে আমাদের দ্বিমত আছে। আমরা এখনও ছয় দফা দাবিতে অনড় এবং কোনো সিদ্ধান্তে আসিনি।’

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, ‘আলোচনার সিদ্ধান্ত আমরা এখনই জানাচ্ছি না। আলোচনা যেহেতু চলমান, শিক্ষার্থীরা আমাদের দেওয়া প্রস্তাবনা নিয়ে মতামত জানালেই আমরা উপাচার্যকে অবহিত করব। এরপর দ্রুততম সময়ে সিন্ডিকেট সভা ডাকার বিষয়ে উপাচার্য সিদ্ধান্ত নেবেন।’

রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার
  • ০১ জানুয়ারি ২০২৬
কমল জ্বালানি তেলের দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬