বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পবিপ্রবিতে মানববন্ধন
- পবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক দাবিতে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে বহিরাগতদের এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী সুজন মৃধা হাওলাদার বলেন, ‘কম্বাইন্ড ডিগ্রির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে বাকৃবির শিক্ষার্থীদের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এটি কোনোভাবেই মানবিক নয়।’
আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি বলেন, ‘অল্প সময়ের মধ্যেই হামলাকারীদের বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি আমাদের কম্বাইন্ড ডিগ্রির যৌক্তিক দাবি মেনে নিতে হবে। না হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।’
উল্লেখ্য, গত ৩১ জুলাই থেকে পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে সব ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে আসছেন।