গণিতের সমীকরণ কাজে লাগিয়ে ছবি আঁকেন রাবি শিক্ষার্থী মিথুন

১০ আগস্ট ২০২২, ১২:০৪ AM
মিথুন কুমার দে ও তার চিত্রকর্ম

মিথুন কুমার দে ও তার চিত্রকর্ম © সংগৃহিত

বিজ্ঞান আর শিল্প নাকি দুটো দুই মেরুর বিষয়। তবে এবার গণিত আর শিল্পের এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী মিথুন কুমার দে।

আশ্চর্য হলেও সত্য, ম্যাথমেটিক্যাল ইকুয়েশকে (গাণিতিক সমীকরণ) কাজে লাগিয়ে ছবি আঁকান মিথুন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

বাংলাদেশের মাত্রচিত্র, স্মৃতিসৌধ, ফুটবলার রোনালদো, মেসি, ডেভিড ব্যাকহাম, ক্রিকেটার শচীন টেন্ডুলকার, এমএস ধোনি, অভিনেতা শাহরুখ খান, কাজল, ক্যাটরিনা কাইফ, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, গায়ক মাইকেল জ্যাকসন কিংবা জনপ্রিয় কার্টুন চরিত্র সিসিমপুরের ইকরি, হালুম, টুকটুকিসহ যে কারো ছবি গাণিতিক হিসাব কষে কিংবা ডিজিটাল আর্ট ব্যবহার করে আঁকতে পারেন মিথুন। এসব ছবি আঁকার ক্ষেত্রে ডেসমস অ্যাপ এবং ডিজিটাল আর্ট ব্যবহার করেন তিনি।

জানা যায়, অসাধারণ এই কাজটি পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষ করতে পারো। এই কাজটি করতে অনেক শ্রম ও ধৈর্যের পরিচয় দিতে হয়। তবে কাজটি মিথুন খুব নিপুণতার সঙ্গে করেতে পারেন। তার এমন কাজে উচ্ছ্বসিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থী সহপাঠীরা। 

 

মিথুন জানান, করোনা মহামারিতে বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান। অন্য আট দশজন শিক্ষার্থীর মতোই তারও অবসর সময় কাটে ফেসবুকে। হঠাৎ একদিন তার ফোনের স্কীনে আসে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ব্যবহার করে আঁকা টেনিস তারকা সানিয়া মির্জার একটি স্কেচ। সেই থেকে আগ্রহ জন্মে এরকম স্কেচ আঁকানোর। শুরু করেন ঘাটাঘাটি। এই বিষয়ে অনলাইনেও পাননি তেমন কোনো তথ্য। শুধু জানতে পারেন ডেসমস অ্যাপ ব্যবহার করে এরকম চিত্র আঁকা যায়। সেই থেকে শুরু, এখন ম্যাথমেটিক্যাল ইকুয়েশনকে কাজে লাগিয়ে আঁকতে পারেন যেকোনো ধরনের ছবি।

মিথুন বলেন, ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল। উচ্চশিক্ষার জন্য ভর্তি হই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে। আমি সব সময় চাইতাম ম্যাথমেটিকস এবং ছবি বা স্কেচ কিভাবে এগুলো একসঙ্গে করা যায়। আমি তখনো জানতাম না কিভাবে করা যায়। একটি আর্ট আমার আগ্রহ বাড়িয়েছে। সেই আগ্রহ থেকেই সফল হয়েছি। এখন ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে যেকোনো স্কেচ আঁকতে পারি। ভালো লাগার জায়গা থেকেই অটোডেস্ক স্কেচবুক ব্যবহার করে বিভিন্ন ধরনের ছবি আঁকি। ডিজিটাল আর্টেও রয়েছে পারদর্শিতা।

 

তিনি আরো জানান, এই ধরনের আর্ট খুব কম মানুষ করে থাকেন। তাই তেমন কোনো টিউটোরিয়াল পায়নি। প্রায় ছয় মাস ধরে ডেসমস অ্যাপটি ব্যবহার করেন। বিভিন্ন ইকুয়েশন নিয়ে ঘাটাঘাটি করেন। অনেক চেষ্টার পর প্রথমে শুধুমাত্র একটি সরলরেখা ব্যবহার করে স্কেচ আঁকেন। এরপর ওই আর্টটি তার ফেসবুকে শেয়ার করেন। বেশ সাড়া ফেলেছিল তার স্কেচটি। তারপর থেকেই সবধরনের ইকুয়েশন ব্যবহার করে ছবি/পোর্ট্রেট আঁকা শুরু করেন। এখন তিনি বিল্ডিং থেকে শুরু করে মানুষের স্কেচও আঁকতে পারেন। 

 

মিথুন বলেন, বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষ রয়েছে যারা এমন কাজ করেন। কারণ এটা খুবই সময় সাপেক্ষ বিষয়। কারণ এখানে প্রত্যেকটা ইকুয়েশন ধরে ধরে কাজ করতে হয়। এক একটা ডেসমস আর্ট করতে আমার প্রায় ১৬-২০ ঘণ্টার মতো সময় লাগত। এই ধরণের কাজগুলো খুবই ধৈর্য সহকারে করতে হয়। যদি কারো ধৈর্য কম থাকে তার জন্য এই আর্ট করা খুবই কষ্টকর।

আরও পড়ুনঃ বঙ্গবন্ধুকে ডি-লিট দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

 

তার ‘The Data Artist’ নামে একটি ফেসবুক পেজ রয়েছে। কেউ চাইলে এখানে যোগাযোগ করে যেকোনো ধরনের ছবি এঁকে নিতে পারেন।

 

মিথুনের এই অসাধারণ পারদর্শিতার বিষয়ে পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম হোসাইন বলেন, আমি প্রথম যখন তার স্কেচগুলো দেখি তখন সত্যিই অভিভূত হই। ম্যাথমেটিক্সের ইকুয়েশনকে কাজে লাগিয়ে যেকোনো স্কেচ আঁকা আসলেই অনেক কঠিন কাজ।

 

তিনি আরো বলেন, সারা পৃথিবীতে এধরনের কাজ খুব অল্প সংখ্যক মানুষ করে থাকেন। আমার জানা মতে মিথুন বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি যে এই কাজটা করে। আমি তার  কল্যাণ কামনা করি এবং সে তার শিল্পকর্মের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাক সেই প্রার্থনা করি। তার মাধ্যমে পরিসংখ্যান একদিন শিল্পে রূপান্তরিত হবে তা দেখার অপেক্ষায় থাকলাম।

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবিতে আওয়ামীপন্থি সাবেক প্রক্টর বিভাগের চেয়ারম্যান হওয়ায় শ…
  • ১১ জানুয়ারি ২০২৬
সেঞ্চুরি মিস হৃদয়ের, চ্যালেঞ্জিং পুঁজি রংপুরের
  • ১১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচ গুণী শিক্ষকক…
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৪ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীর তিনটি আসনে নির্বাচনী মানচিত্র বদলাবে প্রায় ৬ লাখ তরুণ…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9