‘শিফট পদ্ধতি’ বাতিলের দাবিতে জাবি ভর্তিচ্ছুর অবস্থান কর্মসূচি

০২ আগস্ট ২০২২, ০২:০৮ PM
জাবি ভর্তিচ্ছু শোভন

জাবি ভর্তিচ্ছু শোভন © সংগৃহীত

শিফট পদ্ধতি বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অবস্থান কর্মসূচি পালন করছেন শোভন রায় নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুর ১২ টায় ‘একক প্রশ্নপত্রে মূল্যায়ন চাই’ প্ল্যাকার্ডে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে অবস্থান নিয়েছেন ওই পরীক্ষার্থী।

জানা গেছে, শোভন রায়ের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তিনি এবার জাবির ‘বি’ ইউনিটে দ্বিতীয় ও ‘সি’ ইউনিটে চতুর্থ শিফটে পরীক্ষা দিয়েছেন। ‘বি’ ইউনিটের ফল প্রকাশের পর শোভন অকৃতকার্য হয়েছেন শুনে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন তিনি।

শোভন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষার যে শিফট পদ্ধতি এটা বৈষম্য। এতে কোনভাবেই শিক্ষার্থীর মেধার সঠিক যাচাই হয় না। কোন শিফটের পরীক্ষা সবচেয়ে সহজ হয়, আবার কোন শিফটে পরীক্ষা একদম কঠিন হয়। এতে একেক শিফট থেকে অনেক বেশি শিক্ষার্থী চান্স পায় আর অন্য শিফট থেকে কম চান্স পায়। আমার পরীক্ষা অনেক ভালো হওয়া সত্ত্বেও আমার হয়নি। আমি চাই বিশ্ববিদ্যালয়ের যে শিফট পদ্ধতিতে পরীক্ষা হয় এটা বাতিল করা হোক।’

আরও পড়ুন : এক নজরে রাবির ‘সি’ ইউনিটের ফল

এদিকে শোভন রায়কে সমর্থন জানিয়ে জাবির ‘এ’ ইউনিটের এক পরীক্ষার্থী বলেন, ‘এখানকার শিফট পদ্ধতির মতো পরীক্ষা দেশের আর কোন বিশ্ববিদ্যালয়ে হয় না। এটা কেন? এটার মাধ্যমে তো সব শিক্ষার্থীকে এক মাপকাঠিতে যাচাই করা হচ্ছে না। তাহলে এরকম বৈষম্য আমরা কিভাবে মেনে পারি? আমরা চাই শিফট পদ্ধতি বাতিল করা হোক। সবাইকে একক প্রশ্নে মূল্যায়ন করা হোক।’

এদিকে অনশনের বিষয়ে জানতে চাইলে শোভন রায় বলেন, ‘আমি সকাল থেকে এখনো কিছুই খাইনি। শুধু একটু পানি খেয়েছি। আমি অনশন করছি ঠিকাছে। কিন্তু আমিতো এখানে থাকতে আসিনি। যতক্ষণ পারি অনশন চালিয়ে যাব। আর বিকেলের দিকে ক্ষুধা লাগলে সেটা দেখা যাবে। হয়তো সন্ধ্যায় চলে যাব। আমি মূলত চাই, একক প্রশ্নপত্রে মূল্যায়নটা করা হোক।’

এ বিষয়ে কথা বলার জন্য উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬