অনার্সে এক, মাস্টার্সে আরেক বিষয় পড়া নিয়ে ভাবছে ঢাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ জুলাই ২০২২, ০৪:৫৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২২, ০৪:৫৩ PM
এক বিষয়ে স্নাতক করার পর শিক্ষার্থীরা যেন অন্য বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ পায় সে বিষয়ে ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিগগিরই এ বিষয়ে সিন্ডিকেট ও ডিনস কমিটিতে আলোচনা করা হবে।
শুক্রবার (২২ জুলাই) দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বক্তব্যের বিষয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এর আগে গত বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ অ্যাক্রেডিটে কাউন্সিল কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আমরা এক বিষয়ে পড়ার পর অন্য বিষয়ে পড়ার সুযোগ পাই না। আইন বিষয়ে পড়ার পর আমি চাইলে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ব, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পর আমি চাইলে সাহিত্য নিয়ে পড়ব, কিন্তু কেন আমি পড়তে পারব না। আমাদের কেন দেয়াল তুলতে হবে!
আরও পড়ুন: ‘সেকেন্ড টাইম’ নিয়ে যা বললেন ঢাবি উপাচার্য
এ প্রসঙ্গে ঢাবি উপাচার্য বলেন, আমাদের শিক্ষার্থীরা যে বিষয়ে অনার্স করেছে সেই বিষয়েই মাস্টার্স করার সুযোগ পাচ্ছে। তবে এক বিভাগের শিক্ষার্থী যেন আরেক বিভাগে ভর্তি হতে পারে সে বিষয়টি নিয়ে আমরা ভাবছি। এজন্য ভর্তি পরীক্ষা নেওয়া যেতে পারে। কোনো শিক্ষার্থী চাইলে ইংরেজি নিয়ে অনার্স করে ফার্মেসি বিষয়ে মাস্টার্স করার সুযোগ যেন পায় আমরা এই বিষয়টি নিয়ে ভাবছি।
ঢাবিতে সেকেন্ড টাইম রাখা প্রসঙ্গে তিনি আরও বলেন, শিক্ষার্থী ভর্তি নিয়ে আমাদের নিজেদের একটি পদ্ধতি রয়েছে। আমরা অনেক চিন্তাভাবনা করে সেকেন্ড টাইম ভর্তির সুযোগ বন্ধ করেছি। আমাদের যে সিদ্ধান্ত ছিল সেটিই বহাল আছে। আমরা এভাবেই শিক্ষার্থী ভর্তি নেব।