ঢাবিতে ভর্তি পরীক্ষা চলাকালীন ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

০৪ জুন ২০২২, ০৮:৫৩ PM
লোগো

লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালীন ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন আহত হয়েছেন। আহত ছাত্রলীগ কর্মী ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়েছেন বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে মাস্টারদা’ সূর্য সেন হল শাখা ছাত্রলীগ সভাপতি মারিয়াম জাহান সোহান নিশ্চিত করেছেন।

শনিবার (৪ জুন) দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

আহত ওই‌ শিক্ষার্থীর নাম তায়েব বিন ইসলাম তূর্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি মারিয়াম জাহান সোহানের অনুসারী।

জানা যায়,  মাস্টারদা’ সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান সোহান এবং কবি জসীমউদ্দিন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের অনুসারীদের মাঝে এই মারামারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সূর্যসেন হল ছাত্রলীগের কর্মী তায়েব বিন ইসলাম তূর্য জসীমউদ্দিন হল ছাত্রলীগের কর্মী নজরুল ইসলামের উপর অতর্কিত আক্রমণ করলে জসীমউদ্দিন হল ছাত্রলীগের কর্মীরাও সূর্যসেন হলের ওই কর্মীকে মারধর করে। এ ঘটনার কিছুক্ষণ পর সূর্যসেন হলের নেতাকর্মীরা ওই হল ছাত্রলীগের কর্মী তুষার হোসেনের নেতৃত্বে দলবল নিয়ে এসে জসীমউদ্দিন হল ছাত্রলীগের কর্মী মারুফ হাসান শাহীনকে মারতে উদ্ধত হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ সোহান সেখানে গিয়ে সূর্যসেন হল ছাত্রলীগের নেতা-কর্মীদের শান্ত করেন।

ঘটনা চলাকালীন ভর্তি পরীক্ষা চলছিলো। এসময় ওই স্থানে অবস্থানরত ভর্তি পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে আহত ছাত্রলীগ কর্মী তূর্য আগে হামলার বিষয়টি অস্বীকার করেন। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তারা ঢিল ছুঁড়লে আমার গায়ে এসে লাগে। এতে আমার হাত কেটে যায়। ঢিল ছোড়ার বিষয়ে জানতে চাইলে তারা আমাকে মারা শুরু করে।

এ বিষয়ে জানতে চাইলে সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান সোহান বলেন, আমাদের একজন ছেলে (তূর্য) কেন্দ্রীয় মসজিদের সামনে দিয়ে আসতেছিল। এমন সময় কয়েকজন আম গাছে ঢিল ছুঁড়লে সেটা তূর্যর গায়ে লেগে তার হাত কেটে যায়।পরে এটা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে তাকে মারধর করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে। বর্তমানে সে হলে আছে।

কবি জসীমউদ্দিন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, আমি বিষয়টি নিয়ে অবগত নই। খোঁজ নেয়ার চেষ্টা করছি।

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি
  • ২০ জানুয়ারি ২০২৬
আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জ…
  • ২০ জানুয়ারি ২০২৬
ফুটবল লিগ ও ফেডারেশন কাপের খেলা স্থগিত
  • ২০ জানুয়ারি ২০২৬
রুয়েটে ধীরগতির ইন্টারনেট, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
  • ২০ জানুয়ারি ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদলের চার নেতার পদ স্থগিত
  • ২০ জানুয়ারি ২০২৬
প্রাইভেট পড়তে যাওয়ার সময় চতুর্থ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে …
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9