বাস উল্টে চবির ১০ শিক্ষার্থী আহত

০২ জুন ২০২২, ১০:৪৭ PM
বাস উল্টে চবির ১০ শিক্ষার্থী আহত

বাস উল্টে চবির ১০ শিক্ষার্থী আহত © ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড়দীঘির পাড় এলাকায় ‘তরী’ নামে একটি বাস উল্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বালুছড়া ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তরী বাসটি নগরের ৩ নম্বর রুটে যাতায়াত করতো। 

বৃহস্পতিবার (২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের অতিরিক্ত গতি থাকার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা এ ঘটনায় আহতদের বালুছড়া ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন: আগেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, সেকেন্ড টাইমের সুযোগ নেই: চবি

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী আরিফ হোসেন ফয়সাল বলেন, বাসে অধিকাংশ যাত্রী ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাসের গতি বেশি থাকায় বড়দীঘির পাড় এলাকায় রাস্তার মাঝে থাকা একটি ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় আমাদের অনেকেই আহত হন।

চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমরা বিষয়টি শুনেছি। গাড়ির গতি বেশি থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে। একজন গুরুতর আহত হয়েছে। বাকিদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। তবে আহতদের সবার নাম-পরিচয় এখনো পাইনি আমরা।

নাভারন-ভোমরা রেলপথে পূরণ হতে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রশাসনের নিরপেক্ষতা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
  • ৩১ জানুয়ারি ২০২৬
৩ দলের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা, থাকছে চমক
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিল বগুড়া জেলা ছাত…
  • ৩১ জানুয়ারি ২০২৬