ভর্তি পরীক্ষা: ছাত্রলীগ-ছাত্রদলকে বিশৃঙ্খলা না করার নির্দেশ প্রক্টরের

ঢাবি প্রক্টর গোলাম রব্বানী
ঢাবি প্রক্টর গোলাম রব্বানী  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত এক সপ্তাহ ধরে থমথমে অবস্থা বিরাজ করছে। ক্যাম্পাসে যেকোনো মূল্যে ছাত্রদল ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে ছাত্রলীগ। যদিও গতকাল কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ নিয়ে দুই দলের সংঘর্ষ হওয়ার আশঙ্কা রয়েছে।

তাই জনমনে প্রশ্ন সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে পরীক্ষার সময় ঢাবি প্রশাসন কেমন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এমন প্রশ্নের জবাবে প্রক্টর গোলাম রব্বানী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটা একটা জাতীয় পরীক্ষা। হাজার হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমরা অনুরোধ করবো বিগত বছরগুলোতে যেভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে সেভাবে সহযোগিতা করার জন্য। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, যাতে কেউ ঝামেলা করার চেষ্টা করবে না, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। অর্থাৎ এসব থেকে দুপক্ষকে বিরত থাকার অনুরোধ করবো। আর কোনো দূর্ঘটনা ঘটলে পুলিশ প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। আমরা তাদের সহযোগিতা করবো।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence