ক্যাম্পাসের গাছের ফল না খাওয়ার নির্দেশ চবি প্রশাসনের

  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে লিজ দেওয়া জমি ও পাশের এলাকায় স্থানীয়দের চাষ করা ফলমূল না খেতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিসম্প্রতি এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকায় তাদের আবাদ করা ফসল বিনষ্টের বিষয়ে অভিযোগ করে আসছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র-ছাত্রীকে এমন কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা যাচ্ছে।

এ বিষয়ে চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ক্যাম্পাসের ভেতরের কিছু জায়গা লিজ নিয়ে অনেকে চাষাবাদ করেন। এছাড়া ক্যাম্পাসের পাশের এলাকায়ও স্থানীয়রা বিভিন্ন ফসল ও ফলমূল চাষাবাদ করেন। কিন্তু শিক্ষার্থীরা দল বেঁধে তাঁদের এসব ফলমূল ও ফসল নিয়ে আসে বলে তারা অভিযোগ করে আসছে। আমরা তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছি।


সর্বশেষ সংবাদ