ছিনতাইকারী ধরতে শাটল ট্রেন থেকে লাফ চবি ছাত্রীর

২৪ এপ্রিল ২০২২, ০৫:১৭ PM

© ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসগামী চলন্ত শাটল ট্রেনে এক ছাত্রীর মুঠোফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নন্দিতা দাশ নামের ওই ছাত্রী ছিনতাইকারী ধরতে ট্রেন থেকে লাফ দেন। কিন্তু তাকে ধরতে পারেননি। এ সময় ট্রেনটি ধীরগতিতে চলছিল বলে জানিয়েছেন নন্দিতা। আজ রবিবার সকাল আটটার দিকে নগরের বটতলী এলাকায় ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

নন্দিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রথম বর্ষে পড়েন। তার আজ প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, বটতলী থেকে ট্রেন ছাড়ার পাঁচ মিনিট পর ২০-২২ বছর বয়সী এক যুবক তার হাত থেকে মুঠোফোন কেড়ে নিয়ে যান। এরপর ওই যুবককে ধরার জন্য তিনিও ট্রেন থেকে লাফ দেন। তখন ট্রেনের গতি অবশ্য বেশি ছিল না। কিন্তু তিনি ছিনতাইকারীকে ধরতে পারেননি।

নন্দিতা দাশ আরও বলেন, তার আজ পরীক্ষা ছিল। নেমে যাওয়ার সময় তার ব্যাগ ট্রেনেই ছিল। পরে একজন পথচারীর কাছ থেকে ১০০ টাকা নিয়ে তিনি বাসে ক্যাম্পাসে যান।

নন্দিতা দাশের ট্রেন থেকে লাফ দেওয়ার বিষয়টি দেখেছিলেন ষোলশহর রেলওয়ে পুলিশের কনস্টেবল (এটিএসআই) রফিকুল ইসলাম। তিনি অন্য আরেকটি বগিতে ছিলেন। তিনি বিষয়টি রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহিদুল ইসলাম বলেন, ছিনতাইয়ের বিষয়টি জানার পর রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

জানা যায়, চবির শাটল ট্রেনে একের পর এক অঘটন হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশ ব্যবস্থা নিতে পারছে না বলে অভিযোগ আছে। এর আগে ১৪ এপ্রিল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী শাটল ট্রেনে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। দুই যুবক ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় জড়িতদের এখনো চিহ্নিত করা যায়নি। পাশাপাশি গত এক মাসে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে, চালক-হেলপার নিহত
  • ০৪ জানুয়ারি ২০২৬
জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আজ
  • ০৪ জানুয়ারি ২০২৬
রাজধানীর কারওয়ানবাজারে ব্যবসায়ীদের অবস্থান
  • ০৪ জানুয়ারি ২০২৬
সাদ্দাম থেকে মাদুরো—কোন কোন দেশের শাসকদের গ্রেপ্তার ও শাস্ত…
  • ০৪ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলায় দুর্ধর্ষ অভিযানে প্রেসিডেন্টকে আটক করা ‘ডেল্টা …
  • ০৪ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!