সংক্ষিপ্ত সিলেবাসে হবে না চবির ভর্তি পরীক্ষা

২১ এপ্রিল ২০২২, ০৪:৫৮ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে না। আগের বছরগুলোতে যেভাবে পরীক্ষা হতো এবারও সে নিয়মেই পরীক্ষা হবে বলে জানিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কোর কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়গুলোতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ রাখা ও সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিতে অনুরোধ করে।

ভর্তি পরীক্ষাসহ এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুরে বৈঠক বসে চবির কোর কমিটি। সেখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দুইটি নির্দেশনা নিয়ে আলোচনা হয়। পরে কোর কমিটির অধিকাংশ সদস্যের মতামতের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেয় চবি প্রশাসন।

সভা সূত্রে জানায়, ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়ার বিপক্ষে ছিলেন অধিকাংশ সদস্য। পরে আগের নিয়মেই পূর্ণাঙ্গ সিলেবাসেই ভর্তি পরীক্ষা নেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার বিষয়টিও নাকচ করে দেয় কোর কমিটি।

আরও পড়ুন- চবিতে সেকেন্ড টাইম থাকছে না 

এসব বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজ উদ দৌল্লাহ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ২০১৯ সালে এসএসসি ও ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরাই ভর্তি পরীক্ষার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে না। আগের নিয়মে পূর্ণাঙ্গ সিলেবাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে সংক্ষিপ্ত সিলেবাস মাথায় রাখা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের এই ডিন।

উল্লেখ্য, ইউজিসির অনুরোধে সাড়া দিয়ে বেশির ভাগ বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নেবে বলে ঘোষণা দিয়েছে।

কোচিং সেন্টারে উত্তরা সেক্টর-৬ ওয়েলফেয়ার সোসাইটির মাসিক চাঁ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত পাকিস্তানের, নেপথ্যে কী?
  • ৩১ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ ১৫ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘তিনি মসজিদের প্রতিষ্ঠাতা, আমি খতিব’— তারেক রহমানকে উপহার দ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাড়ি ছেড়ে গেছেন স্ত্রী, অভিমানে দুনিয়া ছাড়লেন স্বামী
  • ৩১ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ আয়োজনে শঙ্কা, ভেন্যু বদলের গুঞ্জন
  • ৩১ জানুয়ারি ২০২৬