বুক রিভিউ করে হাজার টাকার বই জেতার সুযোগ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১০:৩৬ AM , আপডেট: ২৯ মার্চ ২০২২, ১১:০৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাহিত্য সংসদের শাখা সংগঠন ‘স্যার এ এফ রহমান হল সাহিত্য সংসদ’ অনলাইন বুক রিভিউ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় সহযোগী হিসেবে রয়েছে ‘চলন্তিকা প্রকাশনী।’
এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে ২ হাজার টাকা সমমূল্যের বই, দ্বিতীয় পুরস্কার ১ হাজার পাঁচশত টাকা সমমূল্যের বই, তৃতীয় পুরস্কার ১ হাজার টাকা সমমূল্যের বই ও চতুর্থ পুরস্কার ৫০০ টাকা সমমূল্যের বই।
আগামী ৪ এপ্রিল পর্যন্ত এই প্রতিযোগিতার অংশ নেওয়ার জন্য লেখা জমা দেওয়া যাবে। এই প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন।
আরও পড়ুন : মিরপুরের যেসব এলাকা এড়িয়ে চলবেন
সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ ও ‘হুমায়ুন আজাদ’-এর ‘একটি খুনের স্বপ্ন’ বই দুইটির যেকোনো একটির অথবা দু’টির রিভিউ একজন প্রতিযোগীকে লিখতে হবে অথবা ভিডিও আকারে পাঠাতে হবে।
এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একজন প্রতিযোগী ন্যূনতম ১০০০ শব্দের অপ্রকাশিত বুক রিভিউ অথবা ন্যূনতম ৩ মিনিটের রিভিউ ভিডিওটি ‘স্যার এ এফ রহমান সাহিত্য সংসদ’-এর ফেসবুক পেজের ইনবক্সে অথবা aognikollol8@gmail.com মেইলে জমা দিতে পারবেন।