সমালোচনার মুখে নীতি বদলে নতুন নামে ঢাবির সান্ধ্যকোর্স

২৮ মার্চ ২০২২, ০৮:৫৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের নিয়মিত সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সান্ধকোর্স নিয়ে নতুন নীতিমালা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই কোর্স নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে এমন সিদ্ধান্ত নিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ছাড়া ভর্তি পরীক্ষা ও শিক্ষকদের পদোন্নতি নিয়েও নতুন সিদ্ধান্ত এসেছে সিন্ডিকেট সভা থেকে।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রোববার সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন। সভা শেষে জনসংযোগ দপ্তরের থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সান্ধ্য কোর্স চলবে নতুন করে তৈরি নীতিমালার আলোকে। এর নাম হবে ‘প্রফেশনাল বা এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম’। তীব্র সমালোচনার মুখে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি একাডেমিক কাউন্সিলের সভায় সান্ধ্য কোর্সসহ অনিয়মিত সব ধরনের কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম স্থগিত করা হয়।

এ ছাড়া সান্ধ্য কোর্স পরিচালনার জন্য সময়োপযোগী বিধিমালা প্রণয়নে কমিটিও করা হয়েছি। গত ২১ মার্চ একাডেমিক কাউন্সিলের সভায় কমিটির তৈরি বিধিমালা উপস্থাপন করা হয়। সিন্ডিকেটের সভায় বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘জাতীয় চাহিদা বিবেচনায় নীতিমালার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল বা এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম চালু করতে অনুমোদন দেওয়া হয়েছে।’

আরো পড়ুন: চূড়ান্তভাবে ঢাবির ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত

এ ছাড়া সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে চারটি পুনর্গঠিত ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন ফোরামের সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ গত সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ অনুমোদন দেওয়া হয়। গত ১৬ ফেব্রুয়ারি সাধারণ ভর্তি কমিটির সভায়ও সিদ্ধান্তটি অনুমোদন পায়।

এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) ভর্তি পরীক্ষা হবে। তবে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা হবে চারটি ইউনিটে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট থাকবে না। পরীক্ষা হবে চারটি ইউনিটে। বদলে যাবে ইউনিটগুলোর নামও।

পুনর্গঠিত চারটি ইউনিট কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট ও চারুকলা ইউনিট। তবে ২০২১-২২ শিক্ষাবর্ষে পূর্বের ন্যায় ‘ক, খ, গ, ঘ এবং চ’ এই পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9